BRAKING NEWS

কেন্দ্রের মোটর ভেহিকলস আইন তুঘলকি নির্দেশ, মধ্যপ্রদেশে কার্যকর হওয়া নিয়ে সংশয়

ভোপাল, ১২ সেপ্টেম্বর (হি.স.): মোটর ভেহিলকস সংশোধিত আইন মধ্যপ্রদেশের কার্যকর হওয়া নিয়ে সংশয় দেখা দিল| মধ্যপ্রদেশের পরিবহণ মন্ত্রী গোবিন্দ সিং রাজপুতের মতে, কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিকলস আইন আসলে তুঘলকি নির্দেশ| এ বিষয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে বিশদে আলোচনা করবেন তিনি|

শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ওডিশা, কর্ণাটক-মহারাষ্ট্রের মতো রাজ্য এখনই কেন্দ্রের সংশোধিত মোটরযান আইন বলবত্ করছে না| এই পরিস্থিতিতে নতুন ‘মোটর ভেহিকলস অ্যাক্ট’ নিয়ে বেশ খানিকটা অস্বস্তি বাড়ল কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ির| অধিকাংশ রাজ্যের পরিবহণ দফতরের মতে, সংশোধিত মোটরযান আইন ‘খুব কড়া’| তাই এখনই বলবত্ করা হচ্ছে না| এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের পরিবহণ মন্ত্রী গোবিন্দ সিং রাজপুত জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিকলস আইন তুঘলকি নির্দেশ| সাধারণ মানুষের সামর্থ্যের চেয়েও বেশি অধিকাংশ জরিমানা| এ বিষয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে বিশদে আলোচনা করবেন তিনি| মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করব এবং সাধারণ মানুষের উপর থেকে বোঝা কমানোর চেষ্টা করব|’

সংশোধিত ‘মোটর ভেহিকলস অ্যাক্ট’ অনুযায়ী : মত্ত অবস্থা গাড়ি চালালে জরিমানা দিতে হবে ১০,০০০ টাকা| লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা দিতে হবে ৫,০০০ টাকা| অতিরিক্ত গতিতে গাড়ি চালালে জরিমানা দিতে হবে ২,০০০ টাকা এবং ওভারলোডিং গাড়ি চালালে জরিমানা বাবদ গুণতে হবে ২০,০০০ টাকা| এছাড়াও গাড়ির রেজিস্ট্রেশন ও লাইসেন্সের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *