নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ বাধারঘাট কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম- কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জোর গলায় এই দাবি করেছেন বিজেপি-র ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক৷ তাঁর কথায়, উপনির্বাচনে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে৷ এতে বিজেপি-র জয় নিশ্চিত, দাবি করেন তিনি৷
তাঁর বক্তব্য, যে কোনও নির্বাচনই বিজেপি যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং চূড়ান্ত প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়৷ তিনি বলেন, বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ এবং ২০১৮ বিধানসভা নির্বাচনের তুলনায় বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেবে বিজেপি৷
প্রতিমা ভৌমিক বাধারঘাট কেন্দ্রের উপনির্বাচনে প্রভারীর দায়িত্বেও রয়েছেন৷ তাই তিনি গতকাল সংশ্লিষ্ট বিধানসভা ক্ষেত্রের মণ্ডল কার্যালয় সফর করেছেন এবং দলীয় কর্মকর্তাদের সাথে বৈঠকও সেরেছেন৷ বৈঠকে আগামী ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারের রোডম্যাপ তৈরি করা হয়েছে৷
তিনি জানান, প্রথমত বাধারঘাট বিধানসভা ক্ষেত্রের বুথস্তরে কর্মী এবং পৃষ্ঠাপ্রমুখদের সাথে আগামীকাল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে ৷ সাথে তিনি যোগ করেন, আগামী ৭ সেপ্ঢেম্বর থেকে বাড়ি-বাড়ি প্রচার শুরু হবে৷ তিনি বলেন, বাধারঘাট বিধানসভা কেন্দ্রে প্রত্যেক ভোটারের বাড়িতে প্রচারে যাবেন বিজেপি প্রার্থী মিমি মজুমদার৷ এছাড়া, পথসভা এবং মিছিলও সংগঠিত করা হবে ৷ এগুলোত বিজেপি-র প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অংশ নেবেন, বলেন তিনি ৷