ভালো আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অস্ত্রোপচারের পর ছেড়ে দেওয়া হল হাসপাতাল থেকে : বিজেপি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি. স.) : আহমেদাবাদের কে ডি হাসপাতালে ঘাড়ের পিছন দিকে লাইপোমার জন্য বুধবার একটি ছোট্ট অস্ত্রোপচার হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বেসরকারি কে ডি হাসপাতালে অস্ত্রোপচারের পর বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিজেপির (ভারতীয় জনতা পার্টি) দলীয় সূত্রের খবর। 

হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “লোকাল অ্যানেস্থেশিয়া করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ঘাড়ের পিছনে সাফল্যের সঙ্গে লাইপোমা অস্ত্রোপচার করা হয়েছে। এই ছোট অস্ত্রোপচারের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।”  লাইপোমা হ’ল ধীরে ধীরে বর্ধিত, চর্বিযুক্ত ছোট টিউমার বিশেষ, অতিমাত্রায় ফ্যাট সেল বেড়ে হয় যা মূলত ত্বক এবং অন্তর্নিহিত পেশী স্তরগুলির মধ্যে অবস্থান করে। বিজেপি জানিয়েছে, অস্ত্রোপচারের পর অমিত শাহকে ছেড়ে দিয়েছে হাসপাতাল। তিনি সুস্থ রয়েছেন। রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতাল গিয়েছিলেন অমিত শাহ। পরে তাঁর লাইপোমা অপারেশন হয়।