নিখোঁজ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ মঙ্গলবার সকালে ধর্মনগরে দক্ষিণ গঙ্গানগর এলাকায় রাস্তার পাশে জঙ্গলের মধ্যে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ এদিন স্থানীয় বাসিন্দাদের নজরে আসে জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় ঐ অপরিচিত ব্যক্তির মৃতদেহ৷ সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং মৃতদেহ উদ্ধার করে৷ পরে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, এলাকা থেকে দু’জনের নিখোঁজ হওয়ার অভিযোগ রয়েছে থানায়৷


৬দিন পর রাস্তার পাশে পরিত্যক্ত জঙ্গল থেকে ঝুলানো অবস্থায় নারায়ণের পচাগলা মৃতদেহ উদ্ধার, আত্মহত্যা না খুন তা নিয়ে ধোঁয়াশা৷ ধর্মনগর থানাধীন দক্ষিণ গঙ্গানগর ২নং ওয়ার্ড থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হয়েছিল বছর ৪৫ এর এক দিনমজুর নারায়ন সূর্যবংশি৷ তার ২ মেয়ে এবং ১ ছেলে রয়েছে৷ নিখোঁজ হওয়ার পরেই বাগবাসা আউটপোস্টে নিখোঁজ ডায়রী করা হয়৷ কিন্তু ৬দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মিলেনি৷ মঙ্গলবার দুপুর নাগাদ তার বাড়ি থেকে ১০০ মিটার দূর জঙ্গলে পাশ দিয়ে দু এক জন যাচ্ছিল৷ প্রচন্ড দুর্ঘন্ধ পায়৷ পরে তারা জঙ্গলের ভেতরে দেখে একটি ঝুলন্ত অবস্থায় পচাগলা মৃতদেহ রয়েছে৷


খবর দেওয়া হয় থানায়৷ ঘটনাস্থলে পৌঁছায় বাগবাসা আউটপোস্ট এবং ধর্মনগর থানার পুলিশ৷ পুলিশ প্রথম জঙ্গল কেটে পচাগলা মৃত দেহটি উদ্ধার করে৷ পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে জানতে পারে এলাকায় দুই জন ব্যক্তি নিখোঁজ আছে৷ পরে এলাকার নিখোঁজ ২ ব্যক্তির পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়৷ জানা গেছে নারায়নের পরিবারের লোকেরা দেহ সনাক্ত করেছে৷ তবে এই ঘটনা খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লীষ্ট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷