নবি মুম্বইয়ে ওএনজিসি-র প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড : সিআইএসএফ জওয়ান-সহ মৃত্যু ৪ জনের

মুম্বই, ৩ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের নবি মুম্বই টাউনশিপে অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-এর প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড| ওএনজিসি প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ওএনজিসি-র একজন অফিসার এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ৩ জন জওয়ান| এছাড়াও আরও ৩ জন গুরুতর জখম হয়েছেন| মঙ্গলবার সকাল সাতটা নাগাদ নবি মুম্বইয়ের উড়ান এলাকায় ওএনজিসি-র প্রসেসিং প্ল্যান্টে ভয়াবহ আগুন লাগে| উড়ান প্ল্যান্টের স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেমে আগুন ধরে যায়| দমকল কর্মীদের প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও, ৪ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| এছাড়াও আরও ৩ জন গুরুতর জখম হয়েছেন| নিহতদের নাম ও পরিচয় এখনও পর‌্যন্ত জানা যায়নি| নবি মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ অশোক দুধে জানিয়েছেন, ‘সকাল সাতটা নাগাদ ওনজিসি-র গ্যাস প্ল্যান্টে আগুন লাগে| অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ওএনজিসি-র একজন অফিসার এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ৩ জন জওয়ান| ৩ জন হাসপাতালে চিকিত্সাধীন, তবে প্রত্যেকেই বিপদমুক্ত|’

ওএনজিসি-র পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে উড়ান অয়েল অ্যান্ড গ্যাস প্রসেসিং প্ল্যান্টের স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেমে আগুন ধরে যায়| আগুন নেভাতে তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ২২টি ইঞ্জিন| আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া কর্মীদের উদ্ধার করা হয়| দমকল কর্মীদের প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| ওএনজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ওনজিসি-র একজন অফিসার এবং ৩ জন সিআইসিএফ জওয়ানের মৃত্যু হয়েছে| এছাড়াও ৩ জন জখম হয়েছেন| তবে, অগ্নিকাণ্ডের জেরে তেল প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনও বিঘ্ন হয়নি| গুজরাটের সুরাট জেলায় ওএনজিসি-র হাজিরা প্ল্যান্টে গ্যাস ডাইভার্ট করা হয়েছে| কী কারণে অগ্নিকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে| উড়ান-এর বিধায়ক মনোহর ভোইর জানিয়েছেন, ‘মঙ্গলবার সকালে ওএনজিসি-র প্ল্যান্টে আগুন লাগে| অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু হয়েছে| আগুন নিয়ন্ত্রণে এসেছে|’