BRAKING NEWS

ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর ৷৷ ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শিশুবিহার মিলনায়তনে এক সম্মেলনের আয়োজন করা হয়৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ টেট টিচারদের বিভিন্ন সমস্যা ও দাবিসনদ সাংসদ রেবতী ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয়৷ এইসব দাবি পূরণে রাজ্য সরকার আন্তরিক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান সাংসদ শ্রী ত্রিপুরা৷


ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলন উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, শিক্ষা হল জাতির মেরুদণ্ড৷ শিক্ষকদের আমরা কর্মচারী হিসেবে মনে করি না৷ তারা হলেন, দেশের মূল কান্ডারী৷ মানবসম্পদ তৈরির মূল কারিগর৷ ছেলে-মেয়েদের মানুষ করানোর জন্য মা-বাবার পর রয়েছে শিক্ষকের স্থান৷ রাজ্যকে উন্নত করা, এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষার মান উন্নত করা এবং ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষকদেরও৷ সরকারের চিন্তাধারা শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া৷ শিক্ষকরা সেই দায়িত্ব যথাযথবাবে পালন করছেন বলে উল্লেখ করেন সাংসদ রেবতী ত্রিপুরা৷


তিনি বলেন, রাজ্য সরকারের মেয়াদ হল ৫ বছর৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দায়িত্ব গ্রহণ করার পর রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনবছর সময়কালের মধ্যেই ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিণত করা হবে৷ আমরা সকলে মিলে কাজ করলে মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ণ বাস্তবায়ন করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি৷

টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি সম্পর্কে জানতে চাওয়া হলে সাংসদ বলেন, শিক্ষকদের প্রতি বর্তমান রাজ্য সরকার যথেষ্ট সহানুভূতিশীল৷ রাজ্য সরকার ১৩ হাজার কোটি টাকা ঘাটতি নিয়ে কাজ শুরু করেছে৷ তারপরও কর্মচারীদের সপ্তম বেতনক্রম প্রদান সহ রাজ্যের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে৷ টেট টিচার্সদেরকেও বঞ্চিত করা হবে না বলে তিনি উল্লেখ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *