নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর ৷৷ তপশীলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে রবিবার কবি অনিল সরকারের ৮১তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা তপশীলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
কবি অনিল সরকারের ৮১তম জন্মদিবসে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, তপশীলি জাতি সমন্বয় সমিতির গোড়া পত্তন করেছিলেন কবি অনিল সরকার৷ সংগ্রাম মঞ্চ সংগঠিত করার ক্ষেত্রে তিনি তার শিক্ষকতার জীবন থেকে তলে তলে গণতান্ত্রিক মঞ্চকে ব্যবহার করে যেভাবে এগিয়ে গিয়েছেন তা চিরকাল অবস্মরণীয় হয়ে থাকবে৷ তাঁর সেই প্রয়াসেই তপশীলি জাতি সমন্বয় অংশের মানুষ আজ সংগঠিত৷ অনিল সরকারকে শুধুমাত্র তপশীলি জাতি অংশের মানুষকে সংগঠিত করার অগ্রগণ্য নেতা বললে তাঁকে খাটো করে দেখা হবে৷
তিনি শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছিলেন৷ সংসৃকতি সমন্বয় কেন্দ্র গড়ে উঠেছিল অনিল সরকারের হাত ধরেই৷ তিনি অশিক্ষিত, অর্ধশিক্ষিত শিল্পীদের সংগঠিত করার ক্ষেত্রেও বিশাল ভূমিকা পালন করে গেছেন৷ শুধু তাই নয়, তিনি যখন রাজ্যের শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তখন ত্রিপুরার কুটির শিল্পকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করে গেছেন৷ বিশেষ করে তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করে এই অংশের মানুষকে সংগঠিত করেছেন৷ মনন চিন্তনের জগতে শোষিত বঞ্চিত মানুষের সংগ্রাম এবং সাংসৃকতিক আন্দোলনে তিনি যেভাবে দায়িত্ব পালন করে গেছেন তা কোনদিন ভোলা যাবে না৷
তার এই ভূমিকাকে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর এই অধ্যায়কে গৌরবজনক অধ্যায় বলেও অভিহিত করেছেন তিনি৷ অনিল সরকারের জীবনাদর্শে অবিচল থেকে এগিয়ে গেলে লক্ষ্যে পৌঁছা সম্ভব বলেও তিনি মনে করেন৷ এজন্য আজকের তপশীলি জাতির সমন্বয় সমিতিকে পরিবর্তিত ব্যবস্থার মধ্যে শপথ গ্রহণ করতে হবে৷ তাহলেই অনিল সরকারের স্বপ্ণ বাস্তবায়িত হবে৷ প্রসঙ্গক্রমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে এসমা প্রয়োগের উদ্যোগ নিচ্ছে৷
এ ধরনের উদ্যোগকে সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে তিনি আখ্যায়িত করেছেন৷ এ ধরনের আক্রমণ নামিয়ে আনার মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে বলেও তিনি মনে করেন৷ সে কারণেই এমসার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷