রাজস্থানের নতুন রাজ্যপাল হলেন কালরাজ মিশ্র, হিমাচল প্রদেশের দায়িত্বে বানদারু দত্তাত্রে

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হল কালরাজ মিশ্রকে। এতদিন পর্যন্ত তিনি হিমাচলপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব ছিলেন। অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বানদারু দত্তাত্রে-কে হিমাচলপ্রদেশের রাজ্যপাল করা হল। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে সরকারি বিবৃতি জারি করে এমনই জানানো হয়েছে।


সেই বিবৃতিতে জানানো হয়েছে রাষ্ট্রপতি রামনাথ এক নির্দেশিকায় মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে ভগবত সিং কোশিয়ারিকে নি্যুক্ত করেছেন। পাশাপাশি কেরলের রাজ্যপাল করা হয়েছে আরিফ মহম্মদ খানকে। তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে ডাঃ তামিলিসাই সুন্দররাজনের নাম ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। 
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছসিত বছর ৭২-এর বর্ষীয়ায় বিজেপি নেতা বানদারু দত্তাত্রে। রবিবার তিনি জানিয়েছেন যে তাঁর প্রতি আস্থাশীল থেকে এই দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ। সংবিধান অনুসারেই কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে হায়দরাবাদের  এই বিজেপি নেতা সংসদে পাঁচবারের সাংসদ ছিলেন। ১৯৬৫ সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত।