BRAKING NEWS

নারদ-কাণ্ড : দিল্লিতে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, সিবিআই-এর হাজিরা এড়ালেন প্রাক্তন মেয়র

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): নারদ-কাণ্ডে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাজিরা এড়ালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়| এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, শনিবার সকালে প্রতিনিধির মাধ্যমে সিবিআইকে চিঠি লিখে শোভন জানিয়েছেন, শনিবার তাঁর পক্ষে সিবিআই-এর দফতরে যাওয়া সম্ভব নয়|

নারদ-কাণ্ডে এই মুহূর্তে অতি তত্পর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| নারদ-কাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই| শনিবার শোভনকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল| কিন্তু, শনিবার সিবিআই-এর হাজিরা এড়িয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায়| প্রতিনিধির মাধ্যমে সিবিআইকে চিঠি লিখে শোভন জানিয়েছেন, ‘ডিভোর্স মামলার কারণে দিল্লিতে রয়েছি| আইনি পরামর্শ নিতে দিল্লিতে রয়েছি| তাই শনিবার সিবিআই দফতরে যাওয়া সম্ভব নয়|’ শোভন চট্টোপাধ্যায় হাজিরা না দিলেও, এদিনই সিবিআই দফতরে হাজিরা দেন প্রসূন বন্দ্যোপাধ্যায়| সিবিআই সূত্রের খবর, এদিন প্রসূনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রাহ করা হবে|

উল্লেখ্য, নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে শোভন চট্টোপাধ্যায়কে টাকা নিতে দেখা গিয়েছিল| সম্প্রতি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন| বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম তাঁকে তলব করেছিল সিবিআই| তবে, এই প্রথম নয় এর আগেও শোভনকে জেরা করেছে সিবিআই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *