BRAKING NEWS

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা পরিবর্তন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.) : আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা পরিবর্তন |  এবার অনলাইন বা অফলাইনে  অন্তর্ভুক্তি বা পরিবর্তনের সুযোগ পাবেন ভোটারা । আগামীকাল ১ সেপ্টেম্বর থেকেই নির্বাচন কমিশনের এই ‘ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম’ বা ইভিপি শুরু হচ্ছে। ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই ইভিপি। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, কৃষকের পরিচয়পত্র, প্যান কার্ড কিংবা ফোন/বিদ্যুৎ/জল/গ্যাসের বিলের মধ্যে যে কোনও একটি ডকুমেন্ট থাকলেই তথ্য অন্তর্ভুক্ত করা যাবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার রণবীর সিং শনিবার জানিয়েছেন, “যে তথ্য অন্তর্ভুক্ত হবে, তা ব্লক লেবেল অফিসাররা ভেরিফাই করে দেখবেন। এতে অনেক কম সময় লাগবে। তা ছাড়াও জনগণ অনেক বেশি ভোটিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। যদি ভোটার তালিকায় কোনও তথ্য ভুল থাকে তাহলে তা সংশোধনও করতে পারবেন তাঁরা।”  এই পুরো প্রক্রিয়া ৩৬ জন মুখ্য নির্বাচন কমিহসনার ও ৭৪০ জন ডিস্ট্রিক্ট লেবেল অফিসাররা মিলে করবেন। ডিস্ট্রিক্ট লেবেল অফিসারদের সাহায্য করবেন ব্লক লেবেল অফিসাররা। দিল্লিতেই ১৪ হাজার সেন্টার থেকে এই প্রোগ্রাম চালানো হবে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর একটি ড্রাফট তালিকা প্রকাশ করা হবে। তাতে কোনও ভুল থাকলে তা সংশোধনের সময় পয়লা জানুয়ারি ২০২০ পর্যন্ত। জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *