BRAKING NEWS

বাধারঘাট বিধানসভা আসনে উপনির্বাচনে মোট ভোটার ৫৮,৩০৯ জন, জানালেন সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ ত্রিপুরার বাধারঘাট বিধানসভা আসনে উপনির্বাচনে মোট ভোটার ৫৮,৩০৯ জন৷ তবে, ক্রমাগত ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে৷ তাই, আগামী ৪ সেপ্ঢেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷ তিনি জানান, আগামী ২৩ সেপ্ঢেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে ২৭ সেপ্ঢেম্বর৷


এদিন তিনি জানান, ২৫ আগস্ট জাতীয় নির্বাচন কমিশন ত্রিপুরার বাধারঘাট আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে৷ প্রসঙ্গত, ত্রিপুরায় বাধারঘাট তফশিলি জাতি সংরক্ষিত আসনে বিজেপি বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণে ওই আসনটি খালি হয়েছিল৷ পাঁচবারের ওই বিধায়ক গত ১ এপ্রিল দীর্ঘ রোগভোগের পর দিল্লিতে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন৷


মুখ্য নির্বাচন আধিকারিকের কথায়, আগামী ২৩ সেপ্ঢেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফলাফল ঘোষণা হবে ২৭ সেপ্ঢেম্বর৷ তিনি জানিয়েছেন, আগামী ২৮ আগস্ট ওই আসনে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ ৪ সেপ্ঢেম্বর৷ ৫ সেপ্ঢেম্বর মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ৭ সেপ্ঢেম্বর৷ তিনি আরও জানিয়েছেন, রবিবার থেকেই উপ-নির্বাচনি ক্ষেত্রের সংশ্লিষ্ট জেলায় আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে৷


শ্রীরাম তরণিকান্তি বলেন, বাধারঘাট আসনে উপনির্বাচনে ৭১টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে৷ সেখানে ওই ৫৮,৩০৯ জন ভোটার ভোট দিতে পারবেন৷ তিনি বলেন, চলতি বছরের ২৭ মার্চ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বাধারঘাট কেন্দ্রে ওই ভোটার পাওয়া গিয়েছে৷ তাতে, সাধারণ ভোটার ৫৮,০৭৩ জন এবং সার্ভিস ভোটার ২৩৬ জন রয়েছেন৷ তিনি জানান, সাধারণ ভোটারদের মধ্যে পুরুষ ২৯,৪৯০ জন এবং মহিলা ২৮,৫৮৩ জন৷ তেমনি সার্ভিস ভোটারদের মধ্যে পুরুষ ২২৯ জন এবং মহিলা ৭ জন ভোটার রয়েছেন৷ তবে, বাধারঘাট কেন্দ্রে তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই৷


এদিকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর ক্রমাগত আবেদন জমা পড়ছে৷ ফলে, আগামী ৪ সেপ্ঢেম্বরের মধ্যে সমস্ত আবেদনের নিস্পত্তি করা হবে৷ তাতে, ভোটার তালিকায় পরিবর্তন হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ এদিন তিনি আরও জানান, উপনির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে এবং ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে৷ তিনি বলেন, ওই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক দ্বিতীয় এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন আগরতলা রাজস্ব সার্কলের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট এবং ডুকলি ব্লকের বিডিও৷ মুখ্য নির্বাচন আধিকারিক শান্তিপূর্ণ পরিবেশে ভোট পর্ব সম্পন্ন করার আবেদন জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *