নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ গন্ডাছড়া থেকে বহির্র্রজ্যে পাচার হওয়া উপজাতি দুই সুকল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ৷ গত ২১ আগস্ট ঐ দুই উপজাতি সুকল ছাত্রীকে হরিয়ানা থেকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ গত ২৯ জুন গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের পাখিপাড়া এলাকা থেকে দুই উপজাতি যুবতীকে চাকরির প্রলোভন দেখিয়ে জিতেন ত্রিপুরা নামে এক প্রতারক তাদের দিল্লিতে পাঠিয়ে দেয়৷
দিল্লি রেলস্টেশনে উপস্থিত থাকা রুপালি নামে এক মহিলা ঐ দুই উপজাতি যুবতীকে হরিয়ানার দুই যুবকের কাছে বিক্রি করে দেয় বলে উদ্ধারকৃত ঐ দুই যুবতী জানায়৷ তারা আরও জানায় তাদের প্রায় সময় না খাইয়ে রাখা হত৷ শুধু তাই নয়, তাদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হত৷ শেষ পর্যন্ত একদিন সুযোগ বুঝে ঐ দুই যুবতীর মধ্যে একজন গন্ডাছড়া বাড়িতে ফোন করে৷ ফোনে ঐ নাবালিকা সব কথা তার কাকাকে জানায়৷ এরপর তার কাকা স্থানীয় পুলিশকে জানায়৷ এরপর পুলিশ হরিয়ানা পুলিশকে জানায়৷ পরে গন্ডাছড়া থানার এসআই প্রসেনজিৎ দেবনাথের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম হরিয়ানায় নিয়ে এসে ঐ দুই যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এদিকে ওসি জানান অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে৷