BRAKING NEWS

কচিকাঁচাদের কৃষ্ণ সাজিয়ে আগরতলায় শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে শনিবার আগরতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ রাজধানীর শ্রীশ্রী জগন্নাথজিউ মন্দির থেকে এই শোভাযাত্রার সূচনা হয়৷ এতে মূলত কচিকাঁচা ছেলেমেয়েরা কৃষ্ণ সেজে অংশ নিয়েছে৷

শোভাযাত্রাটি জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রীকৃষ্ণমন্দিরে এসে শেষ হয়৷
আজকের শোভাযাত্রায় প্রায় পাঁচ শতাধিক কচিকাঁচা ছেলেমেয়ে কৃষ্ণ সেজে শামিল হয়েছে৷ বিশ্বহিন্দু পরিষদের পশ্চিম জেলা কমিটির তরফে এদিনের এই শোভাযাত্রা আয়োজন করা হয়৷ রঙিন সাজে নানা আকারের কৃষ্ণদের দেখতে এদিন জগন্নাথ মন্দিরের সামনে থেকে শ্রীকৃষ্ণমন্দির পর্যন্ত রাস্তার দু-ধারে সাধারণ মানুষের ভিড় ছিল৷


শোভাযাত্রার অনুষ্ঠানে ছিলেন পশ্চিম লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, সমাজসেবী পাপিয়া দত্ত-সহ বিভিন্ন গুণীজনেরা৷ শোভাযাত্রার শুরুতে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন৷ গীতায় শ্রীকৃষ্ণের উপদেশাবলি সকলকে পালন করলে শান্তি বিরাজ করবে৷ এই শুভদিনে সারারাত সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনা করেছেন, জানান তিনি৷ প্রতিবছর কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশ্বহিন্দু পরিষদের তরফে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *