নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.) : আগামীকাল রবিবার রাজধানী দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির। শনিবার এমনই জানিয়েছেন বিজেপির কার্যকারি সভাপতি জগত প্রকাশ নাড্ডা।
এদিন জগত প্রকাশ নাড্ডা বলেন, এইমস থেকে অরুণ জেটলির নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর কৈলাস কলোনির বাসভবনে। সেখানে রবিবার সকাল ১০টা পর্যন্ত শায়িত রাখা হবে তাঁর মরদেহ। এরপর বিজেপির সদর দফতরে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হবে বর্ষীয়ান এই বিজেপির নেতার দেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবে দলের নেতাকর্মীরা। বিজেপির সদর দফতর থেকেই নিগম বোধ ঘাটের উদ্দেশ্যে শেষ যাত্রা শুরু হবে। কখন তাঁকে দাহ করা হবে সেই সময় এখনও ঠিক করা হয়নি।
দেশ এবং দলের জন্য অরুণ জেটলির অবদানকে স্মরণ করে জগত প্রকাশ নাড্ডা জানিয়েছেন, অরুণ জেটলির প্রয়াণে গোটা দেশ শোকাহত। সুন্দর ব্যক্তিত্বের অধিকারি এই নেতা দলের প্রতি একনিষ্ঠ ছিলেন। প্রয়োজনের সময় সরকারের রক্ষাকর্তা হিসেবে আত্মপ্রকাশ হয় তাঁর। দল এবং দেশের জন্য একনিষ্ঠ হয়ে কাজ করে গিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছে। শোকের এই সময় অরুণ জেটলির পরিবারের পাশে রয়েছে বিজেপি।