চেন্নাই ও কোয়েম্বাটুর, ২৩ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকার পর এবার সন্ত্রাসী হামলার আশঙ্কা দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে| শ্রীলঙ্কা থেকে সমুদ্রপথে তামিলনাড়ুতে ঢুকে পড়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের ছ’জন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই দক্ষিণ ভারতের এই রাজ্যে সতর্কতা বাড়ানো হয়েছে| বৃহস্পতিবার মধ্যরাত থেকেই চেন্নাই, কোয়েম্বাটুর-সহ তামিলনাড়ুর বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে| চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড প্রভৃতি জনবহুল এলাকায়| বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে|
কোয়েম্বাটুর শহরের পুলিশ কমিশনর সুমীত সরণ জানিয়েছেন, ‘আমাদের কাছে তথ্য এসেছে, তামিলনাড়ুতে ঢুকে পড়েছে ৬ জন সন্ত্রাসবাদী| সন্ত্রাসবাদীরা কোয়েম্বাটুরের দিকে এগিয়ে আসছে| আর তাই সতর্কতা জারি করা হয়েছে| তবে, চিন্তার কোনও কারণ নেই|’ পুলিশ সূত্রের খবর, কোয়েম্বাটুর জেলায় নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে| শহরের বিভিন্ন এলাকায় নাকা চেকিং বসানো হয়েছে|