নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের ত্রিপুরা জলবায়ু পরিবর্তন বিভাগের উদ্যোগে আজ এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ প্র’াভবনের ৩ নং হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে উপমুখ্যমন্ত্রী তথা বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী বলেন, বিশ্ব উষ্ণায়ন আজ এক জলন্ত সমস্যা৷ আমাদের দৈনন্দিন জীবন যাত্রায় স’ষ্ট বর্জ্য, জালানির অপব্যবহার, পরিবেশ সম্পর্কে অসচেতনতামূলক আচরণ এই বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ৷ তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মানুষের কাছে ’প্রকৃতি দেব ভব’৷ আমাদের ছোট রাজ্য ত্রিপুরার প্রায় ৬০ শতাংশ বনভূমি রয়েছে৷ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই বনজ সম্পদ রক্ষা করতে হবে৷ বিগত দিনে ধারণা ছিলো উন্নয়ন এবং পরিবেশ রক্ষা একসাথে চলতে পারে না৷ আমাদের সেই ধারণা পরিবর্তন করতে হবে৷ গতানুগতিক উন্নয়নের ভাবধারা থেকে বেরিয়ে পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে আমাদের অগ্রসর হতে হবে৷ সরকার কর্ত’ক গৃহীত সকল উন্নয়নমূলক প্রকল্পগুলিকে পরিবেশের প্রতি সজাগ দ’ষ্টি রেখে রূপান্তরিত করতে হবে৷ তিনি আরও বলেন, জলই জীবন৷ আমরা এতদিন শুধুমাত্র জল বন্টনের উপর জোর দিয়েছি৷ কিন্তু এখন পরিবর্তিত জলবায়ুতে সর্বাগ্রে জল সংরক্ষণ করতে হবে৷ এই কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জলশক্তি মন্ত্রণালয় স্থাপন করেছেন৷ তিনি সুকল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে সময়ে সময়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করার জন্য দপ্তরকে আহ্বান জানান৷
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু বলেন, যদি আমরা পরিবেশ রক্ষায় সচেতন না হই আগামীতে পরিবেশ আমাদের শিক্ষা দেবে৷ পরিবেশ নিজে নিজেকে পরিচালন করতে সক্ষম নয়৷ তাই মানবজাতিকে এই ক্ষেত্রে আরও সচেতন হতে হবে৷ সম্পতি কেরালায় হওয়া বন্যার কথা উল্লেখ করে তিনি বলেন যে সেখানে প্রচুর পরিমাণ প্লাস্টিক ভেসে উঠেছে৷ আমরা পরিবেশকে যা দিই তা পরিবেশ আবার ফিরিয়ে দেয়৷ এটাই তার প্রক’ষ্ট প্রমাণ৷
বক্তব্য রাখতে গিয়ে ইনস্টিটিউট অব টেকনোলজি অব ব্যাঙ্গালুরুর পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক এন এইচ রবীন্দ্রনাথ বলেন, বর্তমানে জলবায়ু অনিশ্চিত হয়ে উঠেছে৷ সারা বিশ্বব্যাপী গরম বেড়েছে৷ ইউরোপের মতো মহাদেশও প্রচণ্ড গরমে ব্যতিব্যস্ত৷ দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি ছাড়িয়েছে৷ বিশ্ব উষ্ণায়ন সারা প’থিবীর মানুষের ক্ষতিসাধন করছে৷ মানবজাতিকে রক্ষা করতে হলে পরিবেশ সংরক্ষণে আরও দায়িত্বশীল হতে হবে৷ স্বাগত ভাষণ রাখেন বি’ান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা অনিমেষ দাস৷ এছাড়াও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ সচিব শৈলেন্দ্র সিং৷