![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Tripura-Police.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ ফের কলঙ্কিত হল ত্রিপুরা পুলিশ৷ পুলিশের চোখে ধুলো দিয়ে ধর্মনগর আদালত চত্বর থেকে পালিয়েছে মাদক পাচারে ধৃত এক যুবক৷ এই ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্মীর কঠোর পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে৷
প্রসঙ্গত, গত ২৩ জুন উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ টিআর-০১-এইচ-১৯১০ নম্বরের একটি গ্যাস ট্যাঙ্কারে তল্লাসী চালিয়ে ৩৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল৷ পুলিশ ওই গাড়ির চালক জমির উদ্দিন(২৪) এবং সহ চালক বদরুল হক(২২)-কে গ্রেপ্তার করেছিল৷ জেলা পুলিশ জানিয়েছেন, ওই গাড়িটি অসমের পাথারকান্দি থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল৷ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এ্যক্টে মামলা রুজু করে পুলিশ৷
ওই মামলায় আজ তাদের আদালতে নিয়ে যায় পুলিশ৷ কিন্তু, আদালত চত্বরে পুলিশ ভ্যান থেকে নামতেই পালিয়ে যায় বদরুল হক৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই যুবক গাড়ি থেকে নেমেই আদালতের দিকে যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান৷ পুলিশ তার পিছু ধাওয়া নিলেও তাকে আটক করতে পারেনি৷ এই ঘটনায় আদালত চত্বরে আসামীদের পুলিশী প্রহড়া নিয়ে প্রশ উঠতে শুরু করেছে৷
উত্তর ত্রিপুরা জেলা পুলিশ এই ঘটনায় পুলিশ কর্মীর গাফিলতি স্বীকার করেছেন৷ তিনি জানান, এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ আসামীর পালিয়ে পূর্ব পরিকল্পিত ছিল নাকি আদালত চত্বরে পুলিশ কর্মীর অসতর্কতার জন্য ঘটনাটি ঘটেছে তা তদন্তক্রমে জানা যাবে বলে মনে করেন তিনি৷ তবে, ওই পুলিশ কর্মীর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ভানুপদ চক্রবর্তী৷