অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলা : রাতুল পুরীর বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা তুলে নেওয়ার আবেদন খারিজ

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি. স.) : অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলায় অভিযুক্ত রাতুল পুরীর বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা তুলে নেওয়ার আবেদন বুধবার খারিজ হয়ে গেল রাউজ অ্যাভিনিউ কোর্টে। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের বোন নীতা পুরির পুত্র, অপটিক্যাল স্টোরেজ মিডিয়া ফার্ম মোসার বেয়ারের সিএমডি রাতুল পুরী। ভিভিআইপিদের এই অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার জন্য প্রায় ৩,৬০০ কোটি টাকার চুক্তির মাধ্যমে দুর্নীতির অভিযোগে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট) এবং সিবিআই বর্তমানে মামলাটির তদন্ত করছে এবং ইতিমধ্যে মামলায় একাধিক অভিযোগপত্র দাখিল হয়েছে। 

এর আগে ব্যাঙ্ক ঋণ প্রতারণা মামলায় রাতুলকে সমন পাঠিয়েছিল ইডি। গত ১৮ আগস্ট এই ইস্যুতে ফৌজদারী মামলা দায়ের করে সিবিআই। ৩৫৪ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ প্রতারণা মামলায় সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে রাতুল পুরীকে। রাতুল, তাঁর বাবা তথা মোসার বেয়ারের প্রোমোটার দীপক পুরী, মা নীতা পুরী ও অন্যান্যদের বাড়িতে এবং অফিসে হানা দিয়ে তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলায় এদিন ব্যবসায়ীর বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা তুলে নেওয়ার আবেদন খারিজ করে দিল রাউজ অ্যাভিনিউ কোর্ট। হিন্দুস্থান পাওয়ার প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান পুরিকে অতীতেও তলব করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *