নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দৃঢ়ভাবে জানান, নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান সম্পর্কে জানার অধিকার মানুষের রয়েছে। ৭৪ বছর আগে “দেশমাতৃকার বীর পুত্র”-এর অন্তর্ধানের দিনটিকে স্মরণ করে তিনি বলেন, ১৯৪৫ সালের ১৮ আগস্ট নেতাজির ‘নিখোঁজ’ হওয়ার পর থেকে রহস্য এখনও অব্যাহত।
রবিবাসরীয় সকালে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নিজের হ্যান্ডেল থেকে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজকের দিনেই ১৯৪৫ সালে নেতাজী তাইওয়ানের তাইহুকু বিমানবন্দর থেকে নিখোঁজ হন। আমরা আজও জানি না এরপর কি হয়েছে। দেশমাতৃকার এই বীর সন্তানের বিষয়ে জানার অধিকার সকল দেশবাসীর আছে।” উল্লেখ্য, বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয় যে, নেতাজি তাইওয়ানের তাইহোকু বিমানবন্দর থেকে একটি বিমানে চড়েছিলেন, যেটি মহান নেতার মৃত্যুর কারণ হয়েছিল।
তবে তাঁর মৃত্যুর বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন তত্ত্ব প্রকাশ করলেও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নেতাজির মৃত্যুর বা নিখোঁজ হওয়ার রহস্য সম্পর্কে আলোকপাত করার জন্য বিভিন্ন সময়ে কেন্দ্র প্যানেল গঠন করেছিল – ১৯৫৬ সালে শাহ নওয়াজ কমিটি, ১৯৭০ সালে খোসলা কমিশন, ২০০৫ সালে মুখার্জি কমিশন, তবে কেউই নির্ভরযোগ্য উত্তর দিতে পারেনি।