BRAKING NEWS

মৃদু ভূমিকম্প ভারত-মায়ানমার সীমান্তে

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) সূত্রের খবর, রবিবার সকালে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার কম্পন অনুভূত হয় ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়। যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 


রবিবাসরীয় সকালে ১১টা বেজে ৫৮ মিনিটে ভারত-মায়ানমার সীমান্তে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার ভূমিকম্প হয়। ২৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভারত-মায়ানমার সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৪৫ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি বলে জানিয়েছে আইএমডি। ভূমিকম্পের তীব্রতা মৃদু হওয়ায় এলাকার কয়েকটি রাস্তায় ফাটল ও কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতি ছাড়া এখনও পর্যন্ত কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *