BRAKING NEWS

বাগমা কান্ডে নিহত এক, মামলা গ্রেপ্তার ছয় অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ আগস্ট৷৷ গোমতী জেলার উদয়পুরের বাগমা বাজারে দুষৃকতিদের হামলা আহত বিল্টু সিনহাকে শেষ রক্ষা করা গেল না৷ জিবি হাসপাতালের চিকিৎসকদের সবচেষ্টা ব্যর্থ করে মৃত্যু কোলে ঢলে পড়ে বিল্টু সিনহা৷ শুক্রবার তার মৃতদেহ উদয়পুরে নিয়ে গেলে গভীর শোকের ছায়া নেমে আসে৷ হাজারো মানুষের শেষ অশ্রু জলে বিল্টু সিনহা শেষকৃত্য সম্পন্ন হয়৷

বিল্টু সিনহা রাষ্ট্রীয় স্বয়ং সংঘের একনিষ্ঠ কর্মী ছিল৷ এদিকে, ওই হামলার ঘটনায় চল্লিশ জনেরবিরুদ্ধে উত্তম রূদ্রপাল নামে এক ব্যক্তি আর কে পুর থানায় মামলা দায়ের করেছেন৷ মামলার নম্বর ১২০/১৯৷ মামলা হয়েছে আইপিসির ১১টি ধারায়৷ ধারাগুলি হল ১৪৮, ১৪৯, ৪৫২, ৪৩৫, ১২০(বি), ৩২৫, ৩২৬, ৩০২, ৩০৭, ৫০৬ এবং ৪২৭৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ বৃহস্পতিবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এদিকে, শুক্রবার উদয়পুরে পুলিশ আধিকারীকদের সাথে বৈঠক করেছেন ডিআইজি (দক্ষিণাঞ্চল) অরিন্দম নাথ৷

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে বাগমা বাজারে একটি দোকানে পান খাওয়ার জন্য নেমেছিল বিল্টু সিনহা ও টিটন পাল৷ তখন রাত প্রায় ১০টা কোনো কিছু বুঝে উঠার আগেই কতিপয় দুষৃকতিকারী তাদের উপর হামলা চালায় তাতে আরএসএস কর্মী বিল্টু সিনহা এবং বিজেপি জেলা পরিষদের সদস্য টিটন পাল গুরুতর ভাবে আহত হয়৷ তাদেরকে আশংকাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বিল্টু সিনহাকে স্থানান্তরিত করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্টু সিনহার মৃত্যু হয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই উদয়পুর সহ আশপাশ এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এদিকে মৃতদেহটি আগরতলা থেকে উদয়পুর চন্দ্রপুর গ্রামে নিয়ে যাওয়া হলে মাতাবাড়ি মন্ডলের পক্ষ থেকে প্রয়াতে মরদেহে পুষ্পার্ঘ অর্পন করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ আরএসএসের পক্ষ থেকেও প্রয়াতের মরদেহে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ হাজারো মানুষের শেষ অশ্রু জলে তার শেষকৃত সম্পন্ন করা হয়৷

এদিকে মাত্র ৪০ বছর বয়সে বিল্টুকে হারিয়ে তার মা-বাবা কান্নায় ভেঙে পড়েছেন৷ কারোর শান্তনার বাণী তাদের ভঙ্গ হৃদয় স্পর্শ করছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *