![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/SUICIDE-DEATH.jpg)
বেঙ্গালুরু, ১৬ আগস্ট (হি.স.) : দিল্লির পর এবার গণআত্মহত্যার ঘটনা ঘটল কর্নাটকে। পরিবারের কর্তা একে একে চারজনকে গুলি করে হত্যা করার পর নিজে আত্মঘাতী হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে কর্নাটকের গুনলুপেট এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক কারণে পরিবারের সবাইকে হত্যা করে আত্মহত্যা করেছেন ওমকার প্রসাদ। মৃতদের নাম— ওমকার প্রসাদ (৩৩) , নগরাজ ভট্টাচার্য (৬০), মা হেমলতা (৫৪), স্ত্রী (নিকিতা) এবং তাঁদের সন্তান আর্য কৃষ্ণ (৫)। পুলিশের ধারণা, বাবা-মা, স্ত্রী ও সন্তানকে গুলি করে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন। যদিও ঘটনাস্থল থেকে কোন সুইসাইট নোট পাওয়া যায়নি হলে জানিয়ে পুলিশ। পুলিশ অবশ্য এই আত্মহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে।