শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থাই রাজ্যকে সুুস্থ ও সম’দ্ধশালী অর্থনৈতিক ব্যবস্থা দিতে পারে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ যেকোন রাজ্যের শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থাই রাজ্যকে সুুস্থ ও সম’দ্ধিশালী অর্থনৈতিক ব্যবস্থা দিতে পারে৷ এরজন্য রাজ্যের আইন শ’ঙ্খলার উন্নয়ন খবই জরুরী৷ রাজ্যের বর্তমান সরকার সেই দিশাতেই কাজ করছে৷ আজ স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা পুলিশে বীট পেট্রোলিং-এর জন্য ২৬১টি মোটর সাইকেলের ফ্ল্যাগিং অফের মাধ্যমে যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলি বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এরমধ্যে ত্রিপুরা পুলিশকে মার্ট পুলিশ বানানো অন্যতম৷ রাজ্যের পুলিশ যাতে সময়ের মধ্যে তাদের দায়দায়িত্ব সম্পন্ন করতে পারে তারজন্য আধুনিকীকরণ ব্যবস্থাও প্রয়োজন৷

রাজ্য সরকার রাজ্যের প্রতিটি প্রান্তের আইন শ’ঙ্খলার উন্নয়নে বীট কনস্টেবল ব্যবস্থাকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছে৷ এরজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বীট কনস্টেবল ব্যবস্থা নুতন কোন বিষয় নয়৷ আগেও এই ব্যবস্থা ছিল৷ কিন্তু দেখা গেছে বিগত সরকারের দীর্ঘ শাসনকালে বীট কনস্টেবল ব্যবস্থা প্রায় নিঃচিহ্ণ হয়ে গিয়েছিল৷ ফলে পুলিশী ব্যবস্থায় দূর্বলতার কারণে রাজ্যে ফেন্সিডিল ও গাঁজা সহ বিভিন্ন নেশার সামাজ্য গড়ে উঠেছিল৷ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ যাতে সমাজের আইন শ’ঙ্খলা রক্ষার ক্ষেত্রে সঠিকভাবে কার্য সম্পাদন করতে পারে সে বিষয়ে গুরুত্ব দিয়েছে৷ সেই লক্ষ্যে রাজ্য পুলিশকে আধুনিকীকরণ করার মাধ্যমে পুলিশী ব্যবস্থাকেও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি থানার পুলিশ আধিকারিককে তার নিজের এলাকা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে৷ পাশাপাশি এলাকার আইন শ’ঙ্খলার উন্নয়নে সময়ের মধ্যে কার্য সম্পাদন করতে হবে৷ রাজ্যের প্রতিটি জেলায় বীট কনস্টেবলকে শক্তিশালী করে সমাজ ব্যবস্থায় অপরাধ দমনের মাধ্যমে শান্তি স্থাপনের উদ্যোগ নিতে হবে৷ তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যের পর্যটন শিল্পকে উন্নয়ন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ এরজন্য রাজ্যের আইন শ’ঙ্খলা বজায় থাকা আবশ্যক৷ তবেই রাজ্যে পর্যটকের সংখ্যা আরোও ব’দ্ধি পাবে৷ রাজ্য পুলিশের বিভিন্ন পরিকাঠামো উন্নয়নেও রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে৷ রাজ্যে বীট কনস্টেবলের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ হাস পাবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷


অনুষ্ঠানে স্বাগত ভাষণে পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং বলেন, আজ ত্রিপুরা পুলিশের জন্য একটি ঐতিহাসিক দিন৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যের পুলিশী ব্যবস্থাকে আধুনিকীকরণ করার যে উদ্যোগ নিয়েছে এরই অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা পুলিশকে একসঙ্গে ২৬১টি মোটর সাইকেল প্রদান করা হয়েছে৷ তিনি বলেন, রাজ্যের ৮টি জেলায় মোট ৫৭৮টি বীট রয়েছে৷ প্রতিটি জেলার বীট পেট্রোলিং ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যেই ত্রিপুরা পুলিশকে মোটর সাইকেলগুলি প্রদান করা হয়েছে৷ এরমধ্যে ৭টি মহিলা থানায় ২টি করে মোট ১৪টি মোটর সাইকেল প্রদান করা হয়েছে৷


বিশেষ অতিথির ভাষণে অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক বলেন, রাজ্যের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই বীট পেট্রোলিং ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নেয়৷ কারণ পুলিশী ব্যবস্থাকে সশক্তিকরণে বীট পেট্রোলিং ব্যবস্থার যথেষ্ঠ গুরুত্ব রয়েছে৷ এর মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুুদ’ঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আই জি পি (ক্রাইম) পুণিত রস্তোগী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *