BRAKING NEWS

বন্যায় বিপর্যস্ত কেরলে মৃত্যু বেড়ে ৭৬ : ত্রাণ শিবিরে আশ্রয় ৭৫৬৩৬টি পরিবারের

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (হি.স.): বন্যায় বিপর্যস্ত কেরলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| জলমগ্ন দক্ষিণ ভারতের এই রাজ্যে গত ৮ আগস্ট থেকে ১২ আগস্ট দুপুর পর্যন্ত বন্যা বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৭৬ জনের| এছাড়াও জলের স্রোতে ভেসে গিয়েছেন বহু মানুষ| তাঁদের মধ্যেই ৫৮ জনের কোনও খোঁজ নেই| প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কেরলের রাজধানী তিরুবনন্তপুরম-সহ মোট ১৪টি জেলা| বন্যায় বেহাল অবস্থা কেরলের কোল্লাম, আলাপ্পুঝা, কোট্টায়াম, ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশূরস, পালাক্কাড়, মালাপ্পুরম, কোড়িকোড়, ওয়ানাড, কান্নুর ও কাসারগোড় জেলার| ১৪টি জেলায় ইতিমধ্যেই ১৬৩৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে| ওই সমস্ত ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৭৫৬৩৬টি পরিবার (২৬১২৪৯ জন বন্যা দুর্গত)| সর্বাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে কোঝিকোড়, মালাপ্পুরম, ত্রিশূর ও ওয়ানাডে| 

কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত কেরলে বন্যায় মৃত্যু হয়েছে ৭৬ জনের| আলাপ্পুঝায় মৃত্যু হয়েছে দু’জনের, ইদুক্কিতে পাঁচজন প্রাণ হারিয়েছেন, কোট্টায়ামে মৃতের সংখ্যা একজন, ত্রিশূরে চারজন প্রাণ হারিয়েছেন, মালাপ্পুরমে মৃতের সংখ্যা ২৩, ওয়ানাডে মৃত্যু হয়েছে ১২ জনের এবং কান্নুরে প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছে আটজন| বন্যায় আহতের সংখ্যা ৩২, নিখোঁজ রয়েছেন ৫৮ জন| কেরল সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯৬৬টি  বাড়ি এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২৮৬টি বাড়ি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *