![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/DSC_9532-1024x683.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ শিবসেনা ত্রিপুরা প্রদেশ কমিটি গঠন করা হয়েছে৷ প্রদেশ কমিটির সভাপতি ও রাজ্য কনভেনার হিসেবে নিযুক্ত হয়েছেন ধীরেন দেবনাথ৷ সহসভাপতি পদে সন্তো, সাহা ও সদস্যা হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রীজিতা সাহা৷
রবিবার শিবসেনারাজ্য কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বলা হয় শিবসেনা রবিবার থেকেই সদস্যপদ সংগ্রহম অভিযান শুরু করেছে৷ সংগঠন জনগনের পাশে থেকে কাজ করতে চায় বলেও প্রদেশ সভাপতি অভিমত ব্যক্ত করেছেন৷