BRAKING NEWS

মোদীকে রাখি পাঠালেন বারাণসীর মুসলিম মহিলারা

বারাণসী, ১১ আগস্ট (হি.স): বৃহস্পতিবার রাখি পূর্নিমা । তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পাঠালেন বারাণসীর মুসলিম মহিলারা । বারাণসীর সাংসদ মোদীকে তাঁরা বড় ভাইয়ের মত মনে করেন । তাঁরা বলেন, প্রধানমন্ত্রী তাঁদের একটি কুপ্রথা থেকে মুক্তি দিয়েছেন । আমাদের শাপমুক্তি ঘটিয়েছেন উনি ৷ ত্রাতার মতো আমাদের রক্ষা করেছেন ৷ দাদা যেমন নিজের বোনকে আগলে রাখেন, তেমনই উনিও আমাদের রক্ষা করেছেন ৷


মোদীকে যে রাখিগুলি পাঠানো হয়েছে, সেগুলি হাতে তৈরি করা । বারাণসীর রামপুরার বাসিন্দা হুমা বানু বলেন, কেবলমাত্র মোদীর জন্যই তিন তালাককে অপরাধমূলক কাজ বলে গণ্য করা হয়েছে । তিনি দেশের মুসলিম মহিলাদের কাছে বড় ভাইয়ের মতো । অন্যদিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সরকারেরই প্রচার । দলের নেতা মতিন খান বলেন, আরএসএস সমর্থক মুসলিমরাই মোদীকে রাখি পাঠিয়েছেন । ক্ষমতায় থাকা লোকজনদের চাপেই তাঁরা ওই কাজ করেছেন । এসব সরকারেরই প্রচার ।


বারাণসীর মুসলিম মহিলাদের বক্তব্য, ‘এতদিন ধরে ব্যাধীর মতো তিন তালাক প্রথা নিয়ে বয়ে বেরাতে হচ্ছিল মুসলিম মেয়েদের ৷ মাথা নীচু করে থাকতে হত তাঁদের ৷ কিন্তু এখন আক্ষরিক অর্থে স্বাধীনতা ফিরে পেয়েছেন তাঁরা’৷


প্রথমবারে না হলেও, ক্ষমতায় এসেই তিন তালাক বিল পাশ করে দ্বিতীয় মোদী সরকার ৷ ১৯ মাসের নিরলস পরিশ্রমে প্রথমে লোকসভায়, তারপর রাজ্যসভাতেও পাশ হয় এই বিল ৷ ৯৯-৮৪ ভোটে সংসদের উচ্চকক্ষে পাশ হয় বিলটি ৷ দীর্ঘকাল পুরুষশাসিত সমাজের বাঁধন ছেড়ে এবার মুক্তির হাওয়া উপভোগ করতে পারেন সংখ্যালঘু মহিলারা ৷ যদিও বিলের বিরোধিতায় সরব হয় বিরোধীদের একাংশ ৷ ভোটদানে বিরত থাকে বিএসপি, টিআরএস ৷ সংসদে অনুপস্থিত থাকে ওয়াইএসআর কংগ্রেস, এনসিপির বেশ কয়েকজন সাংসদ ৷ এই ইস্যুতে কেন্দ্রকে পুরোপুরি সমর্থন করে নবীন পট্টনায়েকের বিজেডি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *