নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): রবিবার তিনদিনের চিন সফরে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । কিছুদিন আগেই লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা নিয়ে আপত্তি জানিয়েছিল চিন । তাদের দাবি, লাদাখের অন্তর্গত সিয়াচেন অঞ্চলটি চিনের ভূখণ্ডের মধ্যে পড়ে । এই টানাপোড়নের মধ্যেই চিন সফরে গেলেন জয়শংকর ।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, চিনের নেতাদের সঙ্গে তিনি বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করবেন । চলতি বছরের শেষে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে আসছেন । তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘরোয়া বৈঠকে বসবেন । একটি সূত্রে জানা গিয়েছে, জিনপিং-এর ভারত সফরের সব ব্যবস্থা পাকা করে ফিরবেন জয়শংকর ।
আনুষ্ঠানিকভাবে জয়শংকরের সফর শুরু হবে সোমবার । তিনি কাদের সঙ্গে দেখা করবেন এখনও সরকারিভাবে জানানো হয়নি । তবে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানা গেছে । দু’জনে যৌথ সাংবাদিক বৈঠক করবেন । জয়শংকরের তিন দিনের সফরে চারটি ‘মউ’ স্বাক্ষরিত হবে ।
জয়শংকর চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে শি জিনপিং-এর ভারত সফর নিয়ে কথা বলবেন । ২০১৭ সালে ডোকলাম নিয়ে ভারত ও চিনের মধ্যে প্রবল মতবিরোধ দেখা যায় । তারপর ২০১৭ সালে চিনের উহানে মোদী ও শি-র ঘরোয়া বৈঠক হয় । তখন দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছিল ।
মোদী দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরে এই প্রথম ভারতের বিদেশমন্ত্রী চিন সফরে যাচ্ছেন । তিনি এর আগে কূটনীতিক হিসাবে ২০০৯ থেকে ’১৩ সাল পর্যন্ত চিনে ছিলেন । ভারতীয় কূটনীতিকদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি দিন চিনে কাজ করেছেন ।