BRAKING NEWS

সর্দার প্যাটেল, শ্যামাপ্রসাদ ও অটলজির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছি, জাতির উদ্দেশ্যে বললেন মোদী

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : জম্মু-কাশ্মীর ও লাদাখ থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ায় সর্দার বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী এবং দেশবাসীর স্বপ্ন পূরণ করেছি৷ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি এদিন ভাষণে সাফ জানান, জম্মু-কাশ্মীরকে বন্দি করে রেখেছিল আতঙ্ক, সন্ত্রাসের অন্ধকূপে৷ তা বিলুপ্ত করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দীর্ঘ বঞ্চনা থেকে মুক্ত করেছি৷ পাশাপাশি সর্দার প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটলজি এবং দেশবাসীর স্বপ্ন পূরণ করেছি৷ নতুন যুগের সূচনা হয়েছে৷ এখন দেশের সব নাগরিকের অধিকার, দায়িত্ব সমান৷ ৩৭০ ধারা বিলুপ্তির পর এদিন প্রথম জাতির উদ্দেশে ভাষণে অখণ্ডতার বার্তা দিতে গিয়ে এমনই আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের ঐতিহাসিক পদক্ষেপ নিয়েই বক্তব্য রাখলেন তিনি৷ সেখানকার দীর্ঘদিনের পরিবেশ পালটে দেওয়ার জন্য সমগ্র দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী৷ তিনি বললেন, ‘কিছু বিষয় মনে স্থায়ী ছাপ রেখে যায়৷ ৩৭০ ধারার জন্য জম্মু-কাশ্মীরের বাচ্চারা কত অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল৷ তা নিয়ে কেউ কোনও আলোচনাই করেনি৷ মনে হত, এটা পালটানো দরকার৷ সকলের সহযোগিতায় তা করতে পেরেছি৷ জম্মু-কাশ্মীর, লাদাখ আমাদের ভাইবোন৷ এবার থেকে তাঁরা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন৷’ 

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী এও ভালভাবে বুঝিয়ে দিলেন,  কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু-কাশ্মীর এবং লাদাখের প্রশাসনিক বিন্যাস কেমন হবে৷ জম্মু-কাশ্মীরে আলাদা বিধানসভা এবং দমন-দিউর মতো লাদাখে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণ থাকবে, তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী মোদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *