নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল এবং ৩৭০ ধারার অন্তর্গত ৩৫-এ বাতিল করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রদেশ বিজেপি সভাপতি৷ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে মঙ্গলবার প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান৷
সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রিয় মন্ত্রী সভার গ্রহণ করা হয় ঐতিহাসিক সিদ্ধান্ত৷ তারপর রাজ্য সভায় কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের জন্য প্রস্তাব পেশ করেন৷ বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যেও রাজ্য সভায় এই বিল পাশ হয়ে যায়৷ তারপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন৷ মঙ্গলবার লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী৷ লোকসভায় ভোটাভুটি হয়৷ সেখানে এই বিলের পক্ষে ভোট পরে ৩৫১ টি৷ বিপক্ষে ভোট পরে মাত্র ৭২ টি৷
স্বাভাবিক ভাবেই লোকসভায় ধনি ভোটে বিলটি পাশ হয়ে যায়৷ বিজেপি সরকারের এইটি একটি অসাধারন সাফল্য বলাইবাহুল্য৷ রাজ্যসভা ও লোকসভায় এই বিল পাশের পর মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের মুখোমুখি হন৷ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল এবং ৩৭০ ধারার অন্তর্গত ৩৫-এ বাতিল করার জন্য এইদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রিয় মন্ত্রী সভার সকল সদস্য সদস্যাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি৷ রাজ্যসভায় ও লোকসভায় এই বিল পাশ হয়েছে৷ এই ধারা অবলুপ্তি করতে যে সকল দল এনডিএ-র বাইরে থেকেও সমর্থন করেছে তাদেরকেও ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি৷
স্বাধীনতার পর যে সকল ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁর মধ্যে জিএসটি কার্যকর করা, নোট বন্দী এবং সবশেষে মাইলস্টোন রচনা করেছে কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তি৷ বিজেপির প্রতিষ্ঠাতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জিকে যে ভাবে ষরযন্ত্র করে হত্যা করা হয়েছিল তাঁর বলিদান বৃথা যায়নি৷ এই দুই ধারাকে হাতিয়ার করে উগ্রবাদের সৃষ্টি করা হতো৷ কিন্তু দীর্ঘ ৭২ বছর ধরে এই ধারার অবলুপ্তি ঘটানোর কোন চেষ্টা করেনি কংগ্রেস৷ অথচ বহুবার রাজ্য সভায় ও লোকসভায় তাদের সংখ্যা গরিষ্ঠতা ছিল৷ ৩৭০ ধারার কারনে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা তাদের কার্যকলাপ জারি রাখে৷ একাধিক বিষয় প্রয়োগ করা যেত না৷
গণতন্ত্রকে হত্যা করে তোষণবাদে ব্যবস্থা করা হয়েছিল৷ বিশেষ করে তিন পরিবার ধারাবাহিক ভাবে রাজনৈতিক সুবিধা ভোগ করেছে৷ কাশ্মীর বাসিদের শোষণ করার জন্য এই ধারা অব্যাহত রাখা হয়েছিল৷ কেন্দ্রিয় সরকারের সুদৃঢ় পদক্ষেপে এই ধারার অবলুপ্তি ঘটেছে বলেও জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷যারা কেন্দ্রিয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে তদের মানসিকতা দেশদ্রোহীর৷ভারতবর্ষ গণতন্ত্র প্রেমি দেশ৷ এখানে বাক স্বাধীনতা রয়েছে৷ সেই দিশাতে কাজ করছে কেন্দ্রিয় সরকার৷
কিন্তু রাষ্ট্র সবর্োপরি৷ বিজেপি ভাষণবাজিতে বিশ্বাস করে না৷ তাকে কাজে পরিণত করার মানসিকতা নিয়ে চলে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ এছাড়াও এইদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ণের উত্তর দেন৷ সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা৷