ইসলামাবাদ, ৭ আগস্ট (হি.স.) : সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ সাহায্যে দেওয়ার অপরাধে মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করল পাক আদালত৷ বুধবার এই জঙ্গি নেতাকে অপরাধী হিসাবে গণ্য করল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের একটি আদালত৷ সূত্রের খবর, জামাত-উদ-দাওয়া প্রধানের বিরুদ্ধে থাকা অন্যন্য মামলাগুলিকে পাকিস্তানের গুজরাটের আদালতে স্থানান্তরিত করা হয়েছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/01/hafiz-saeed.jpg)
মুম্বই হামলার মাস্টারমাইন্ড ছিল লস্করের এই শীর্ষ নেতা। মুম্বই হামলার পরেই তাকে কালো তালিকাভুক্ত করে রাষ্ট্রসংঘ। সেই থেকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে পরিচিত হাফিজ। কিন্তু ২০১৭ সালে আইনজীবী মারফত এই তালিকা থেকে নাম সরিয়ে দেওয়ার আবেদন করে হাফিজ। জঙ্গি নেতার এই আবেদনের বিরুদ্ধে জোরাল সওয়াল করে ভারত। হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও ভারত জমা দেয় রাষ্ট্রসংঘে। ভারতের পাশাপাশি, আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো বড় বড় দেশগুলি হাফিজের এই আবেদনের বিরোধিতা করে। তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তান হাফিজের এই আবেদনের বিরোধিতা করেনি। কিন্তু, ভারতের দেওয়া অকাট্য প্রমাণ এবং আন্তর্জাতিক মহলের চাপে হাফিজকে কালো তালিকায় রাখতে সম্মত হয় রাষ্ট্রসংঘ।
উল্লেখ্য, গত ১৭ জুলাই পাক অধিকৃত পাঞ্জাবের গুজকানওয়ালা থেকে লাহোর যাওয়ার পথে গ্রেফতার করা হয় আন্তর্জাতিক জঙ্গি হিসেবে পরিচিত হাফিজ৷ তারপর জেল হেফাজতে পাঠানো হয় তাকে৷ তবে প্রথম দিকে হাফিজ সইদের পাশে থাকার চেষ্টা করেছিল পাকিস্তান৷ আন্তর্জাতিক মহলের দাবি, প্রথমে গ্রেফতারি ও তারপর দোষী সাব্যস্ত করে কূটনৈতিক চাপের কাছে মাথানত করল পাক সেনা৷