নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ ১০৩২৩ শিক্ষকের আবার নিজেদের কাছে টানতে উদ্যোগী হয়েছে বাম সমর্থিত দুই যুবসংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ৷ এই সকল শিক্ষকের চাকরি সুনিশ্চিত করা, রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজ্য সরকারের সমস্ত শূন্যপদে নিয়োগ করা, রাজ্যের ১২,০০০ অশিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবিতে দুই সংগঠন ডেপুটেশন দেবে৷
টেট-১ এবং টেট-২ উত্তীর্ণ ৭৯১ জন, এসিজিটি, এসটিপিজিটি-র শিক্ষক পদপ্রার্থীর ফলাফল প্রকাশ করে তাঁদের সকলকে দ্রুত নিয়োগ করা-সহ ৬ দফা দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্দেশ্যে ডেপুটেশন দেবে দুই যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ৷
মঙ্গলবার সন্ধ্যায় এই দুই সংগঠনের রাজ্য কমিটির কার্যালয় ছাত্র-যুব ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ-কথা জানান ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ তিনি জানান আগামী ৮ আগস্ট রাজ্যের আট জেলার জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দুই সংগঠনের প্রতিনিধিরা ডেপুটেশন দেবেন৷ নবারুণ দেব আরও বলেন, বিজেপি দল রাজ্যের ক্ষমতায় আসার আগে বলেছিল, সরকারের বিভিন্ন দফতরে ৫০ হাজার শূন্যপদ রয়েছে৷ এ-কথা তারা তাদের ভিজন ডকুমেন্টেও উল্লেখ করেছিল৷ তাই দুই যুব সংগঠনের দাবি, এখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাই দ্রুত ভিজন ডকুমেন্টে উদ্ধৃত প্রতিশ্রুতিগুলি পূরণ করুক তারা৷ আজকের সাংবাদিক সম্মলনে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ-এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷