নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): উন্নাও ধর্ষণ কাণ্ড, নির্যাতিতা তরুণীর গাড়ি দুর্ঘটনা ও আরও তিনটি মামলা উত্তর প্রদেশের সিবিআই আদালত থেকে দিল্লিতে সরানো হচ্ছে| উন্নাও মামলার গুরুত্ব বিচার বিবেচনা করে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| পাশাপাশি ৭ দিনের মধ্যে উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনা মামলার তদন্ত শেষ করার জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| তবে, প্রয়োজন হলে আরও এক সপ্তাহ সময় নিতে পারে সিবিআই| কিন্তু, নির্ধারিত এই সময়ের মধ্যেই তদন্ত শেষ করতে হবে সিবিআই-কে| বাড়তি সময় দেওয়া হবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে| সুপ্রিম কোর্টের নির্দেশ, ‘প্রধান বিচারপতি (সিজেআই) নিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতির অধীনে, সেক্রেটারি জেনারেলের দ্বারা ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে|’ পাশাপাশি নির্যাতিতা তরুণীকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| উন্নাও নির্যাতিতা তরুণী, তাঁর মা ও আইনজীবী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|
উন্নাও মামলার গতিপ্রকৃতি সম্পর্কে জানতে বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে সিবিআই-এর ‘দায়িত্বশীল’ অফিসারকে সুপ্রিম কোর্টে ডেকে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| পাশাপাশি উন্নাও মামলার তদন্ত রিপোর্টও (পূর্ণাঙ্গ) তলব করেন প্রধান বিচারপতি| এছাড়াও উন্নাও ধর্ষণ ও গাড়ি দুর্ঘটনা মামলার প্রেক্ষিতে সিবিআই ডিরেক্টর-এর সঙ্গে কথা বলার জন্যও সলিসিটর জেনারেলকে নির্দেশ দেন প্রধান বিচারপতি| গগৈ জানান, প্রয়োজন হলে, চেম্বার শুনানিও হতে পারে| এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, সিবিআই ডিরেক্টর এবং তদন্তকারী অফিসারদের সঙ্গে তিনি কথা বলেছেন| এই মুহূর্তে লখনউতে রয়েছেন তদন্তকারী অফিসাররা| তাই দুপুর বারোটার মধ্যে শীর্ষ আদালতে পৌঁছনো সম্ভব নয় তাঁদের পক্ষে| তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা বিষয়টি শুক্রবার খতিয়ে দেখার জন্য অনুরোধ করেন| প্রধান বিচারপতি নির্যাতিতা সেই অনুরোধ খারিজ করে দেন|
উন্নাও মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘আপনাদের আর কত সময় দরকার (উন্নাও ধর্ষিতা ও অন্যান্যদের দুর্ঘটনার তদন্ত)?’ উত্তরে সলিসিটর জেনারেল জানান, ‘এক মাস’| তখনই প্রধান বিচারপতি জানান, ‘এক মাস? মোটেও নয়, ৭ দিনের মধ্যেই তদন্ত শেষ করুন|’ সলিসিটর জেনারেলকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘নির্যাতিতার শারীরিক অবস্থা এখন কেমন ?’ সলিসিটর জেনারেল জানান, ‘নির্যাতিতা তরুণী এখন ভেন্টিলেটরে রয়েছে|’ প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘তিনি কী চলাফেরা করার মতো অবস্থায় রয়েছেন? নির্যাতিতাতাকে আমরা অন্যত্র নিয়ে যেতে চাই, আকাশপথেও তাঁকে নিয়ে যাওয়া হতে পারে| আমরা এইমস-এর কাছ থেকে জানতেই পারি|’ এরপরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, ‘চিকিত্সকরাই সেরা বিচারক, তাঁরাই বলতে পারবেন নির্যাতিতা তরুণী ও তাঁর আইনজীবীকে আকাশপথে দিল্লি নিয়ে আসা সম্ভব কি না|’
সাময়িক বিরতির পর দুপুর দু’টোয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, উত্তর প্রদেশের সিবিআই আদালত থেকে দিল্লিতে সরানো হবে উন্নাও সম্পর্কিত সমস্ত মামলা| প্রতিদিন চলবে শুনানি| ৪৫ দিনের মধ্যে শেষ করতে শুনানি পর্ব| পাশাপাশি নির্যাতিতা তরুণীকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| সুপ্রিম কোর্টের নির্দেশ, উন্নাও নির্যাতিতাতাকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে| পাশাপাশি উন্নাও নির্যাতিতা তরুণী, তাঁর মা ও আইনজীবী, কাকু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|
উল্লেখ্য, গত ২৮ জুলাই উত্তর প্রদেশের উন্নাও থেকে রায়বরেলী যাওয়ার পথে রায়বরেলীতে দুর্ঘটনার কবলে পড়ে উন্নাও নির্যাতিতার গাড়ি| দুর্ঘটনার তাঁর দুই আত্মীয়ের মৃত্যু হয়েছে| এই মুহূর্তে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্যাতিতা ও তাঁর আইনজীবী| বৃহস্পতিবার কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নির্যাতিতা ও তাঁর আইনজীবীর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক| উভয়েই ভেন্টিলেটরে রয়েছে| আপাতত তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল| কেজিএমইউ হাসপাতালের বিশেষ টিম তাঁদের চিকিত্সা করছে, বিনামূল্যে|’
উন্নাও ধর্ষণ মামলা ও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার প্রেক্ষিতে বিজেপিকে চেপে ধরার চেষ্টা করছে বিরোধীরা| উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার পর, তোলপাড় শুরু হয়েছে গোটা দেশজুড়ে| ক্রমশই বাড়ছে জনমতের চাপ| তাই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে চিরকালের জন্য বহিষ্কার করা হল চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে| বৃহস্পতিবারই বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে কুলদীপকে| এর আগে কুলদীপকে সাসপেন্ড করা হয়েছিল বলে জানিয়েছিল বিজেপি| আর বৃহস্পতিবার দল থেকে বহিষ্কার করা হল| এদিকে, উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার প্রেক্ষিতে সাসপেন্ড করা হল দু’জন মহিলা পুলিশ-সহ তিনজন পুলিশ কর্মীকে| উন্নাও ধর্ষিতার নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু’জন মহিলা পুলিশ-সহ তিনজন পুলিশ কর্মী| বৃহস্পতিবার তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে|