নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : আন্তর্জাতিক আদালতের রায় মেনে শুক্রবার ভারতের প্রতিনিধিকে কুলভূষণের সঙ্গে দেখা করতে দেবে পাকিস্তান। আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে অনুরোধ করেছে, মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনা করা হোক। কুলভূষণের সঙ্গে ভারতের কনস্যুলেট অফিসের কর্মীদেরও দেখা করতে দেওয়া হোক। সেই মত আগামীকাল কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা । ইসলামাবাদ থেকে নয়াদিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে৷
আন্তর্জাতিক আদালতের রায় মেনে নিয়ে, শুক্রবার কুলভূষণ যাদবকে ভারতের ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করাতে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাক প্রশাসনের তরফে জানানো হয়, শুক্রবার কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা । বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানান, পাকিস্তানের হাতে বন্দি কুলভূষণ যাদবের কনসুলার অ্যাকসেসে সম্মত হয়েছে ইসলামাবাদ৷ ভারতকে এই বিষয়ে তথ্যও দেওয়া হয়েছে৷ শুক্রবার এই কনসুলার অ্যাকসেস দেওয়া হয়েছে৷ তবে নয়াদিল্লির পক্ষ থেকে দ্রুত কোনও পদক্ষেপের আশা করছে ইসলামাবাদ৷ এদিকে, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, “ আমরা এই পদক্ষেপটি নিয়ে ভাবব। কূটনৈতিক পদ্ধতিতেই আমরা পাকিস্তানের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাব”।
২০১৬ সালের ৩ মার্চ পাকিস্তানের পুলিশের হাতে বন্দি হন ভারতের নৌবাহিনীর প্রাক্তন কর্মী কুলভূষণ যাদব। পাকিস্তানের দাবি, কুলভূষণ বালুচিস্তান প্রদেশে নাশকতামূলক কাজকর্ম চালাতে ঢুকেছিলেন। সেখানেই গ্রেফতার হয়েছেন। অন্যদিকে ভারতের দাবি, কুলভূষণ ব্যবসার কাজে ইরানে গিয়েছিলেন। সেখান থেকে পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা তাঁকে অপহরণ করে। ২০১৭-এর এপ্রিলে “গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদ”-এর অভিযোগে ৪৯ বছর বয়সী ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দেয় পাক সামরিক আদালত। তাঁর সঙ্গে ভারতের দূতকেও দেখা করতে দেওয়া হয়নি। কুলভূষণের ফাঁসি রদ করার আর্জি জানিয়ে আন্তর্জাতিক কোর্টের দ্বারস্থ হয়েছিল ভারত। গত ১৭ জুলাই আন্তর্জাতিক আদালতের রায়ে বলা হয়, কলভূষণ যাদবের মৃত্যুদণ্ড অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে পাকিস্তানকে। আন্তর্জাতিক আদালতের সেই রায় ছিল ভারতের কাছে বড় জয়। পাশাপাশি তাঁর সঙ্গে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের দেখা করতে না দেওয়ার জন্য আন্তর্জাতিক আদালত সেজন্য পাকিস্তানকে তিরস্কার করে। তার পরে ভারতের দূতকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছে পাকিস্তান।