BRAKING NEWS

আগরতলায় ৩৬টি পার্কিং ও ২২টি নো-পার্কিং জোন চিহিণত, বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ রাজধানীশহর আগরতলায় পার্কিং জট নিরসনে জেলা প্রশাসন নির্দিষ্ট স্থান চিহিণত করে বিজ্ঞপ্তি জারি করেছে৷ তাতে, আগরতলা শহরে ৩৬টি পার্কিং জোন এবং ২২টি নো পার্কিং জোন রয়েছে৷ তবে, পার্কিং জোনেও আংশিক নো-পার্কিং হিসেবে চিহিণত করা হয়েছে৷


গত ২২ জুলাই ত্রিপুরা হাইকোর্ট বেআইনি পার্কিং বন্ধে রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগমকে কড়া নির্দেশ দিয়েছিল৷ ওই নির্দেশ পালনে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পার্কিং এবং নো-পার্কিং জোন নির্দিষ্টভাবে চিহিণত করে বিজ্ঞপ্তি জারি করেছে৷ শুধু তা-ই নয়, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নিদান দিয়েছেন তিনি৷


পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আগরতলা শহরে ৩৬টি স্থান পার্কিং জোন হিসেবে চিহিণত হয়েছে৷ কিন্তু, ওই স্থানগুলির অধিকাংশকেই আংশিক পার্কিংয়ের অনুমতি দেওয়া হয়েছে৷ শুধু পুরাতন মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র ভবন চৌমুহনি থেকে ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় পার্কিংয়ের অনুমতি দেওয়া হয়েছে৷ বাকি জায়গাগুলিতে পার্কিংয়ের আংশিক অনুমতি দেওয়া হয়েছে৷


এদিকে, আগরতলা শহরে ২২টি স্থানে নো-পার্কিং জোন ঘোষণা দেওয়া হয়েছে৷ সেখানে কোনও যানবাহন পার্কিংয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে৷ এই আদেশ আগরতলা পুর নিগম, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং ট্রাফিক পুলিশ সুপারকেও জানিয়েছেন পশ্চিম জেলাশাসক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *