নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ অনুমোদনহীন ই-রিকশা নিষিদ্ধে সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে চালকদের সংগঠন ত্রিপুরা ই-রিকশা শ্রমিক উন্নয়ন সমিতি৷ সংগঠনের সম্পাদক ইমাম হুসেন সোমবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের প্রতি অনুরোধ জানান, ১ সেপ্ঢেম্বর পর্যন্ত অনুমোদনহীন ই-রিকশা চালকদের সময় দেওয়া হোক৷
প্রসঙ্গত, ১ আগস্ট থেকে অনুমোদনহীন ই-রিকশা নিষিদ্ধ ঘোষণা করেছে ত্রিপুরা সরকার৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷ এ-বিষয়ে আজ ত্রিপুরা ই-রিকশা শ্রমিক উন্নয়ন সমিতি রাজ্য সরকারের কাছে কিছু দাবি পেশ করেছে৷
সংগঠনের সম্পাদকের কথায়, অনুমোদনহীন ই-রিকশা নিষিদ্ধে ১ আগস্টের সময়সীমা বাড়ানো হোক৷ বদলে ১ সেপ্ঢেম্বর পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা৷ তাঁর কথায়, ওই সময়ের মধ্যে বৈধ কাগজপত্র সংগ্রহের চেষ্টা করবেন ই-রিকশা মালিকরা৷ সাথে তিনি বিক্রেতাদের সাথে আলোচনার মাধ্যমে সুরাহার জন্য ত্রিপুরা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন৷
তিনি বলেন, দোকান খোলা ছিল, তাই গরিব মানুষ ঋণ নিয়ে ই-রিকশা কিনেছেন৷ তখন বৈধ না অবৈধ তা বুঝেননি তাঁরা৷ কিন্তু, এখন ত্রিপুরা সরকার হাইকোর্টের রায়ে অনুমোদনহীন ই-রিকশা ১ আগস্ট থেকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে৷ তাতে, প্রচুর ই-রিকশা চালক সর্বস্বান্ত হয়ে যাবেন৷ তাঁর দাবি, মানবিক দৃষ্টিভঙ্গিতে এ-বিষয়ে ভাবুক ত্রিপুরা সরকার৷