আখাউড়া চেকপোস্টে পরিকাঠামো উন্নয়নে দুই দেশের বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ ইন্দো-বাংলা বাণিজ্যিক আদান-প্রদান এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নে দুই দেশের স্থলবন্দরের আধিকারিক স্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ মূলত, ত্রিপুরা এবং বাংলাদেশে স্থলবন্দরে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে৷


বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরে এই বৈঠকে ত্রিপুরা থেকে স্থলবন্দর ম্যানেজার দেবাশিস নন্দি-সহ ৯ জনের এক প্রতিনিধিদল যোগ দিয়েছেন৷ তাতে, বিএসএফ, কাস্টমস, ইমিগ্রেশন-এর পদস্থ আধিকারিকরা ছিলেন৷ ওদিকে, বাংলাদেশের তরফে সে-দেশের স্থলবন্দর সচিব আমিনুল ইসলাম-সহ ৭ জন পদস্থ আধিকারিক বৈঠকে উপস্থিত ছিলেন৷


বৈঠক সম্পর্কে আখাউড়া ইন্িন্টগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার দেবাশিস নন্দি জানান, দুই দেশের স্থলবন্দরে নানা সুবিধা-অসুবিধা রয়েছে৷ ফলে, ওই বিষয়গুলি নিয়ে আলোচনা খুবই জরুরি হয়ে উঠেছিল৷ তাছাড়া, বাণিজ্যিক আদান-প্রদান এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷


তিনি জানান, ওই বিষয়গুলি নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে৷ তাঁর কথায়, যাত্রী পরিষেবায় আখাউড়া চেকপোস্টের পরিকাঠামো আরও উন্নত করার বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি৷ তাতে স্থির হয়েছে, শীঘ্রই প্রয়েজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে৷ তিনি আরও জানান, বাণিজ্যিক আদান-প্রদানে বিভিন্ন অসুবিধা শীঘ্রই দুই দেশ মিলে সমাধানের রাস্তা খুঁজে বের করবে৷ তাতে, উভয় দেশ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *