নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ কৈলাসহরের তিলকপুর গ্রামের এক গৃহবধূকে বিবস্ত্র করে মারধোর করে তিলকপুর গ্রামেরই এক যুবক৷ পরবর্তী সময়ে আক্রান্ত মহিলা কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ করলেও আজ অব্দি মহিলা থানা আসামীকে গ্রেপ্তার করেনি৷ উল্টো মহিলা থানার ও সি অর্পনা দেবনাথ আক্রান্ত মহিলার সাথে দুর্ব্যবহার করে এবং মামলাও নিতে চায়নি৷ এছাড়া গত তেইশ জুলাই কৈলাসহরের হালাই ছড়া গ্রামে শিবের মূর্তি ভেঙে দেয় রাতের অন্ধকারে৷ যেসব যুবক মূর্তিটি ভেঙে দেয় এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে৷
কৈলাসহরের আর.কে.আই সুকলে সংখ্যালঘু তিনজন ছাত্র সুকলে তকি পরে আসায় যে বিতর্ক তৈরী হয় তাতে শহর এলাকায় খানিকটা অশান্তি তৈরি হয়৷ কৈলাসহর বিভিন এলাকায় মহিলাদের উপর আক্রমনকারীদের মহিলা থানার ও.সি অর্পনা দেনাথ গ্রেপ্তারও করে না এবং প্রায় ক্ষেত্রেই ও.সি অর্পনা দেবনাথ থানায় মামলা গ্রহণ করে না বলে জানান হিন্দু জাগরন মঞ্চের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি উত্তম দে৷ সোমবার দুপুরে এসব দাবী নিয়ে হিন্দু জাগরন মঞ্চের কৈলাসহর মহকুমা কমিটি কৈলাসহরের মহকুমা শাসক ডা. বিশাল কুমারের নিকট ডেপুটেশন প্রদান করে৷ ডেপুটেশনের নেতৃত্বে দিলেন রাজ্য কমিটির সভাপতি উত্তম দে, উনকোটি জেলা কমিটির সভাপতি দুলাল দাশ, জেলা কমিটির সদস্য অজয় দাশ, শ্যামল সরকার সহ আরোও অনেকে৷
ডেপুটেশন দেওয়ার পূর্বে শ্রীরামপুর এলাকা থেকে কয়েকশো যুবক-যুবতী প্রায় পাঁচ কিমি রাজপথ পায়ে হেঁটে কৈলাসহর মহকুমা শাসকের অফিসের সামনে আসে মিছিল করে৷ অসিরে সামনে থেকে দল জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসক ডা. বিশাল কুমারের নিকট ডেপুটেশনে মিলিত হয়৷ মহকুমা শাসক ডেপুটেশনকারীদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ খুব শীঘ্রই দাবিগুলির ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে আস্বস্থ করা হয়েছে৷