BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাস, বলি ঠিকেদার, ছয় টিএসআর জওয়ান সহ আহত দশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ২৮ জুলাই৷৷ রাজ্যে যান দূর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে পড়েছে৷ একদিকে প্রশাসনের তরফ থেকে সড়ক সুরক্ষার জন্য ঘটনা করে প্রতিবছর সপ্তাহব্যাপী কর্মসূচী নেওয়া হয়৷ তারপরও যান দূর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না৷ রবিবার একই দিনে চারটি স্থানে যান সন্ত্রাসে একজনের মৃত্যু হয়েছে৷ দশজন আহত হয়েছেন বলে খবর৷


মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির৷ আহত আরও একজন৷ নিহত ব্যক্তির নাম বিশ্বজিৎ ঘোষ৷ তিনি ধলাই জেলার প্রতিষ্ঠিত ঠিকেদার৷ তাঁর বাড়ি কমলপুর মহকুমার সালেমা এলাকায়৷ রবিবার বিকালে এই যান দুর্ঘটনা ঘটে রানীরবাজার থানার অন্তর্গত আসাম-আগরতলা জাতীয় সড়কের মাধববাড়ি আচার্য টিলা এলাকায়৷দুর্ঘটনার কবলে পড়ে আমবাসা থেকে আগরতলা গামী টিআর-০৪-এ-০৫০০ নম্বারের স্করপিও ও টিআর-০১- এজে- ১৮৮৫ নম্বারের ইট বোঝাই ট্রাক৷ মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুইটি উল্টে যায়৷ এতে ঘটনাস্থলেই প্রান হারান স্করপিও গাড়িতে থাকা বিশ্বজিৎ ঘোষ৷ যতটুকু জানা গেছে নিহত বিশ্বজিৎ ঘোষ বিজেপি ধলাই জেলা সভাপতি তথা বিধায়ক পরিমল দেববর্মার জামাতা৷ এই দূর্ঘুটনায় ইট বোঝাই ট্রাকের চালক নিহার দাসও গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে৷


এদিকে, ধলাই জেলার গন্ডাছড়ায় পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে টিএসআরের ছয় জওয়ান৷ তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় গন্ডাছড়ায় মহকুমা হাসাপাতলে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে তিন জনের অবস্থা খুবই সঙ্কট জনক৷ ঘটনার বিবরণে জানা যায়, টিএসআরের ১২ নং ব্যাটেলিয়নের জওয়ানরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে কুমারঘাটে গিয়েছিল৷ রবিবার সেখান থেকে মিনি বাসে করে গন্ডাছড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়৷ বাসটির নম্বর টি আর ০১ই-০৮০৮ ৷

বাসটি বিকেল তিনটে নাগাদ গন্ডাছড়ার হাতিরমাথা এলাকায় একটি হাফ উঠার চেষ্টা করলে বাসটির ব্রেক ফেল করে৷ গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক৷ ব্রেক ফেল করায় গাড়িটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে ভয়াভয় দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে ৬ জন জওয়ান গুরুতর ভাবে আহত হন৷ ওই গাড়িতে মোট ২০ জন জওয়ান ছিলেন বলে জানা গেছে৷ দুর্ঘটনার পর আহত জওয়ানদের উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাদের চিকিৎসা চলেছে৷


তাছাড়া রবিবার দুপুরে আমতলি থানাধিন ফুলতলির ব্রজেন্দ্র নগর এলাকায় এক ভয়াভহ দুর্ঘটনা ঘটে৷দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হয় রাজবিন্দু শীল(৩৮),কর্ণবীর দাস(৩৩) দুজনের বাড়িই বাবুল চৌমুহনী এলাকায়৷ মধুপুর থেকে বাইকে করে যাওয়ার পথে ফুলতলি ব্রজেন্দ্র নগর এলাকায় এসে মারুতির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়৷খবর পেয়ে বিশালগড় ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে গিয়ে দুর্ঘটনা সান থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷বর্তমানে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে৷


অন্যদিকে, রবিবার রাতে চড়িলাম বন্ধন ব্যাংক সংলগ্ণ এলাকায় টিআর০৭সি ৮৪১৭ নম্বরের একটি বাইক দ্রুত বেগে এসে ননীগোপাল দেবনাথকে ধাক্কা মারে৷এতে গুরুতর ভাবে জখম হন তিনি৷বাইক চালকের নাম সমর নমঃ, বাড়ি ইস্ট নলছড়৷ঘটনার খবর পেয়ে বিশালগড় ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহত ব্যাক্তিকে বিশালগড় মহকুমা হাসপালে নিয়ে আসে৷তার অবস্থা বেগতিক বুঝতে পেরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে আইজিএম হাসপাতালে রেফার করে দেয়৷হাসপাতালে তার মৃত্যু হ বলে খবর৷তাছাড়া বাইক ও বাইক চালককে বিশালগড় থানায় নিয়ে আসে পুলিশ৷ যদিও দুর্ঘটনার একটি মামলা নথিবদ্ধ করা হয়েছে থানায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *