নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.) : ৩৭০ এবং ৩৫এ ধারা নিয়ে পাল্টা জম্মু ও কাশ্মীরের দুই রাজনৈতিক দল পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জিতেন্দ্র সিং। পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের প্রতি জনগণের আস্থা ক্রমেই কমতে শুরু করেছে তাই চিৎকার চেঁচামেচি করছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার জিতেন্দ্র সিং জানিয়েছেন, পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের প্রতি জনগণের আস্থা ক্রমেই কমতে শুরু করেছে। আর সেটা ভালই বুঝতে পেরেছে দুই দলের নেতারা। বংশানুক্রমিক ভাবে পাওয়া ১০ শতাংশ ভোটব্যাঙ্ক হাতছাড়া হওয়ার ভয় পেয়েছে তারা। পরিস্থিতি পরিবর্তন হলে ৩০-৪০ বছর ধরে তৈরি হওয়া সাম্রাজ্যের পতন হবে তাদের।
উল্লেখ করা যেতে পারে রবিবার পিডিপি মেহবুবা মুফতি জানিয়েছিলেন, সংবিধানে বর্ণিত ৩৭০ এবং ৩৫এ ধারা রক্ষা করাই পিডিপির প্রধান লক্ষ্য। পাশাপাশি কাশ্মীরের পরিচিত রক্ষা করতে তৎপর তারা। কাশ্মীরে যে বাড়তি ১০০০০ নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার তারও বিরোধিতা করেছেন মেহবুবা। অন্যদিকে ৩৭০ ধারা অবলুপ্ত হলে পরিস্থিতিতে যে আরও জটিল হয়ে উঠবে তা সাফ জানিয়ে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।