নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ পঞ্চায়েত ভোট শেষে ভোটবন্দী ব্যালট বাক্স নিয়ে দ্রুতবেগে রিটার্নিং অফিসারের অফিসে ফিরে আসার সময় মোহনপুরের হরিণাখলার সরকার পাড়ায় একটি গবাদী পশুকে ধাক্কা দিয়ে গুরুতর জখম করে৷
ঘটনা শনিবার সন্ধ্যা নাগাদ৷ তাতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় জনগণ৷ ভোটবন্দী ব্যালট বাক্স নিয়ে আসা গাড়িটি আটক করে ধুন্ধুমার কাণ্ড ঘটান উত্তেজিত জনতা৷ ব্যালট বাক্স সহ ভোট কর্মীদের আটকে রাখার সংবাদ পেয়ে পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান৷ সেখান থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নীতিমত খন্ড যুদ্ধ বেধে যায়৷ বেশ কিছুক্ষণ খন্ড যুদ্ধের পর ব্যালট বাক্স সহ ভোট কর্মীদের নিয়ে গাড়িটিকে সেখান থেকে রিটার্নিং অফিসারের অফিসে নিয়ো আসা হয়৷
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর মোহনপুর ব্লকের আমগাছিয়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্রের ব্যালট বাক্স বোঝাই গাড়ি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোহনপুরে রিটার্নিং অফিসারের অফিসে আসছিল৷ হরিণাখলায় সরকার পাড়ায় একটি গবাদী পশুকে ধাক্কা দেয় দ্রুতগামী গাড়িটি৷ তাতেই বিপত্তি দেখা দেয়৷ স্থানীয় লোকজন গাড়িটি আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন৷ তারা উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন৷
এনিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে৷ উত্তপ্ত পরিস্থিতির মোকাবিলায় দ্রুত পুলিশ ও নিরাপত্তা কর্মী ছুটে না আসলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারত বলে অভিমত বিভিন্ন মহলের৷