নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ জুলাই৷৷ খোয়াইয়ের বেলছড়ার একটি ছড়া থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে খোয়াই থানার পুলিশ৷ মৃত ব্যক্তিকে শনাক্ত করা যায়নি৷ গায়ে কোন কাপড় নেই৷ পড়নে একটি লাল রঙের প্যান্ট রয়েছে৷
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এটি কোন ভবঘুরের মৃতদেহ৷ রবিবার সকালে স্থানীয় লোকজনরা মৃতদেহটি ছড়ার জলে ভাসতে দেখে খোয়াই থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ ও বিএসএফ সেখানে ছুটে গিয়ে ছড়া থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ কিভাবে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মুখ খুলতে নারাজ পুলিশ৷