হায়দরাবাদ, ২৮ জুলাই (হি.স.) শেষ নিঃশ্বাস করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়পাল রেড্ডি। দীর্ঘদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শনিবার গভীর রাত ১টা ২৮ মিনিট নাগাদ হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি নামে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।
তাঁর প্রয়াণ কংগ্রেসের তরফে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ট্যুইটারে শোকবার্তায় কংগ্রেসের তরফে লেখা হয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডির প্রয়াণে আমরা শোকাহত। লোকসভার পাঁচবার ও রাজ্যসভ্যায় দুইবারের সাংসদ এবং চারবারের বিধায়ক ছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তাঁর পরিবার এবং বন্ধজনের ভগবান শক্তি দিক।
তেলেঙ্গানার প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তম কুমার রেড্ডি শোকপ্রকাশ জানিয়েছেন, জয়পাল রেড্ডি প্রয়াণে গভীর ভাবে শোকাহত। প্রাজ্ঞ জ্ঞানী, মহান ব্যক্তিত্বের অধিকারি হওয়ার পাশাপাশি তিনি অসাধারণ বাগ্মী ছিলেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কার্যকারি সভাপতি টি রামা রাও।
১৯৪২ সালের ১৬ জানুয়ারি তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় নেরমাত্তা গ্রামে জন্ম হয় জয়পাল রেড্ডির। সাতের দশকে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন দিয়ে রাজনীতিতে হাতেখড়ি। পরে কংগ্রেসে যোগ দিয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া। জরুরি অবস্থার সমালোচনা করে কংগ্রেস ত্যাগ করে জনতা পার্টি এবং পরবর্তীতে জনতা দলে যোগদান। যদিও পরবর্তী সময় ফের কংগ্রেসে যোগ দেন তিনি। ১৯৯৮ সালে শ্রেষ্ঠ সাংসদের সম্মানে ভূষিত হন। ইন্দ্রকুমার গুজরালের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছিলেন জয়পাল রেড্ডি। প্রথম ইউপিএ সরকারের আমলে নগরোন্নয় এবং সংস্কৃতি মন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন তিনি। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে প্রথমে নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্বভার পেলেও পরবর্তী সময় পেট্রোলিয়ান এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী করা হয় তাঁকে।