নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ হিংসা হলেও অতীতের তুলনায় কম ছিল৷ এই ভাবেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস৷ আজ প্রদেশ কংগ্রেস মুখপাত্র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক এই অভিযোগ এনেছেন৷

সরব প্রচার শেষ হওয়ার পর থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শাসক দলের কর্মীরা ভয়ভীতি প্রদর্শন করেছে বলে তিনি অভিযোগ করেন৷ তাঁর কথায়, রাজ্যে নির্বাচনের একটি নিজস্ব ঐতিহ্য রয়েছে৷ এ রাজ্যের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন৷ কিন্তু এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সেই চিত্র পরিলক্ষিত হয়নি৷ তাঁর কটাক্ষ, ৮৬ শতাংশ আসনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেয়নি শাসক দল৷ মাত্র ১৪ শতাংশ আসনে বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে৷ তাঁর দাবি, এক্ষেত্রেও বিরোধী দলের ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি৷
তিনি অভিযোগ করেন, বিরোধী দলের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাবার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এ রাজ্যে গণতন্ত্র প্রশ্ণের মুখে এসে দাঁড়িয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, নির্বাচনে জনগণের সঠিক মতামত ও দৃষ্টিভঙ্গীর বহিঃপ্রকাশ ঘটেনি৷
তাঁর দাবি, রাজ্যে গণতন্ত্রের নাভিশ্বাস উঠেছে৷ তিনি বিদ্রুপ করে বলেন, রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনে খাল কেটে কুমির এনেছেন৷ কারণ, বিরোধীদের কণ্ঠরোধ করতে তারা সবসময় চেষ্টা চালাচ্ছে৷ রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বৃহৎ কোন ঘটনা না ঘটলেও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছে কংগ্রেস৷ সাথে জানিয়েছে, এ বছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস অতীতের তুলনায় কম হয়েছে৷

