নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এস জয়পাল রেড্ডির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শোকপ্রকাশ করে ট্যুইটারে রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, এস জয়পাল রেড্ডি চিন্তাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি অসাধারণ সাংসদ ছিলেন। তাঁর প্রয়াণ শোকাহত। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা রইল।
উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ট্যুইটারে শোকবার্তায় লিখেছেন, অসাধারণ বাগ্মী ছিলেন। ১৯৯৮ সালে সেরা সাংসদ পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং কৌতুম মেশানো বক্তব্যের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন তাঁর দলের দুরন্ত মুখপাত্র। গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরার জন্য কাজ করে গিয়েছিলেন তিনি। পাশাপাশি সমাজের প্রান্তিক শ্রেণীর জন্য নিরলস পরিশ্রমের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
ট্যুইটারে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, দক্ষ প্রশাসক এবং সুবক্তা হিসেবে তিনি পরিচিত ছিলেন। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা রইল।
শনিবার গভীর রাত ১টা ২৮ মিনিট নাগাদ হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি নামে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা এস জয়পাল রেড্ডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নিউমোনিয়ায়।