BRAKING NEWS

অতিভারী বর্ষণ মুম্বইয়ে, ব্যাহত রেল পরিষেবা

মুম্বই, ২৮ জুলাই (হি. স.) : ভারী বৃষ্টিপাতে নাকাল বাণিজ্য নগরী। দীর্ঘ কয়েকদিনের ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বইয়ের জনজীবন। খারাপ আবহাওয়ার ফলে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। রবিবার সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে মুম্বই ও শহরতলিতে। জল জমে গিয়েছে সড়কপথ ও রেলপথেও। রেলপথে জল দাঁড়িয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ৫টি ট্রেন বাতিল করা হয়েছে, ৬টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। 


সেন্ট্রাল রেলওয়ে-এর সিপিআরও (চিফ পাবলিক রিলেশনস অফিসার) জানিয়েছেন, সেন্ট্রাল রেলওয়ের মুম্বই ডিভিশনে ভারী বৃষ্টির ফলে রেললাইনে জল জমে যাওয়ায়  রবিবার সাময়িকভাবে ৫টি ট্রেন বাতিল করা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে ৬টি ট্রেনের যাত্রাপথ। দৃশ্যমানতা কম থাকায় কোনও রকম দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোনও পরিস্থিতিতেই যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আপোস করা হবে না, এমনটাই জানান তিনি। এদিন সকাল থেকেই একটানা বৃষ্টিপাত হচ্ছে মুম্বই ও আশেপাশের শহরতলি জুড়ে। সারাদিন ধরে আর্দ্র আবহাওয়া ও আকাশ মেঘলা রয়েছে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়। ক্রমশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জল জমে গিয়েছে মুম্বইয়ের একাধিক রাস্তায়, যার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *