BRAKING NEWS

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুমকি এনএসইউআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ রাজ্যের কলেজগুলিতে এবিভিপি-র জুলুমবাজি বন্ধ করতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপ দাবি করেছে এনএসইউআই৷ অন্যথায় মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার হুমকি দিয়েছে তারা৷


রাজ্যে বর্তমানে ২২টি সরকরি কলেজ রয়েছে৷ এগুলিতে এখন নতুন ছাত্র ভরতির প্রক্রিয়া চলছে৷ এই সময় শাসক দলের সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি ব্যাপক চাঁদাবাজি করছে, এই অভিযোগ কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই-এর৷ এই ছাত্র সংগঠনের সহ-সভাপতি সম্রাট রায় অভিযোগ করেন, কলেজে ভরতি হতে গেলেই ছাত্রছাত্রীদেরকে এবিভিপি-র সদস্যপদ নিতে বলা হচ্ছে৷ যদি কোনও ছাত্র বা ছাত্রী তা নিতে অসম্মতি জানায় তা-হলে তাঁদের জোর করে সদস্য করা হচ্ছে৷ এমন-কি যদি সদস্যপদ না নেওয়া হয়, তা-হলে ক্লাস রুম থেকেও বের করে দেওয়ার ঘটনা ঘটেছে কোনও কোনও কলেজে৷


এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ, এমন-কি পুলিশকে জানিয়েও কোনও ফল হচ্ছে না বলে তাঁর অভিযোগ৷ এ-সমস্ত অনৈতিক কাজ বন্ধ করতে হবে৷ এর জন্য এনএসইউআই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, তিনি যেন এই সব বন্ধে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন৷ আর তা না করলে এনএসইউআই-এর সদস্যরা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করবেন বলেও হুমকি দেন সম্রাট রায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *