নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ নেশা বিরোধী অভিযানে ফের বিরাট সাফল্য মিলেছে৷ ত্রিপুরায় ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা৷ সাথে দুজনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ৷
অসমের পাথারকান্দি থেকে ত্রিপুরার সোনামুড়া দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে খোয়াই জেলার বড়বগাই এলাকায় উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট৷ ত্রিপুরা পুলিশ, আসাম রাইফেলস এবং বিএসএফ-এর যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে বলে দাবি করেছেন বিএসএফ-এর ইন্সপেক্টর অরবিন্দ কুমার গৌর৷
এ-বিষয়ে খোয়াইয়ের পুলিশ সুপার কিরণ কুমার কে জানিয়েছেন, অসম থেকে ত্রিপুরার সোনামুড়া দিয়ে বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট পাচারের খবর মিলেছিল৷ সে-মোতাবেক খোয়াই থানার ওসি উধম দেববর্মা পুলিশ নিয়ে ওত পেতে থাকেন ইয়াবা উদ্ধারে৷ তিনি বলেন, অসমের করিমগঞ্জ পাথারকান্দি থেকে টিআর ০৭ এ ০৩৬০ নম্বরের মারুতি সুজুকি ডিজাইয়ার গাড়িতে ইয়াবা নিয়ে যাওয়ার সময় খোয়াই জেলার বরবগাই এলাকায় আটক করা হয়েছে৷ তিনি জানান, ওই অভিযানে আসাম রাইফেলস এবং বিএসএফ-এর সহায়তা নেওয়া হয়েছে৷
তিনি জানান, ইয়াবা পাচারকারীরা পাথারকান্দি (অসম) থেকে ত্রিপুরায় আসার ক্ষেত্রে জাতীয় সড়ক ব্যবহার করেনি৷ তারা বিকল্প জাতীয় সড়ক দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে৷ পুলিশ সুপার জানান, বরবগাই বিএসএফ ক্যাম্পের সামনে আসতেই সংশ্লিষ্ট জওয়ানরা গাড়িটি আটক করেন৷ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ এগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা৷ এর সঙ্গে মহম্মদ মামুনুম ইসলাম (২০) এবং মহম্মদ আবুল খায়ের (২৩)-কে পুলিশ আটক করেছে৷ পুলিশের জেরায় তারা নিজেদের সোনামুড়ার বাসিন্দা বলে পরিচয় দিয়েছে৷
এদিকে, বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ৷ তখন চাম্পাহাওর থানার পুলিশ তাদের পিছু ধাওয়া করে ৷ এই খবর বিএসএফ-কে দেওয়া হলে তারাও সতর্ক হন এবং অভিযানে নামেন ৷ বিএসএফ-এর ইন্সপেক্টর অরবিন্দ কুমার গৌর জানিয়েছেন, পুলিশের কাছ থেকে ইয়াবা পাচারের খবর পেয়ে বাচাইবাড়ি বিওপি-র জওয়ানরা টহল দিতে শুরু করেন ৷ টহল দেওয়ার সময় বরবাগাই এলাকায় গাড়িটি আটক করা হয় ৷
পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, বুধবার রাত ১০টা ২৫ মিনিট নাগাদ গাড়িটি আটক করা হয়েছে ৷ তাঁর কথায়, গাড়িতে তল্লাশি চালানো শুরু করার কিছুক্ষণের মধ্যেই পুলিশও এসে পৌঁছে যায় ৷ তিনি জানান, ইয়াবা ট্যাবলেটের সাথে তিনটি মোবাইল উদ্ধার হয়েছে ৷ এছাড়া মহম্মদ আবুল খায়ের সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন পশ্চিম দুর্লভনারায়ণ গ্রাম এবং মহম্মদ মামুনুম ইসলাম একই থানাধীন খেদাবাড়ি ওয়ার্ড নম্বর ১ এর বাসিন্দা বলে নিজেদের পরিচয় দিয়েছে ৷
এদিকে, খোয়াই থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুই পাচারকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে ৷ তাদের জেল হাজতে পাঠিয়েছে ৷