নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : বন্দেমাতরমকে জাতীয় সঙ্গীত জনগনমণ-র সমতুল্য মর্যাদা নয় | শুক্রবার বিজেপি নেতার আর্জি খারিজ করে জানাল দিল্লি হাইকোর্ট।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দেমাতরম গানটিকে, জাতীয় সংগীত জনগনমণ-এর সমান সম্মান প্রদর্শনের দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় । সেই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রার্থনার সময় বন্দেমাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক করার আর্জিতে মামলা করেন উপাধ্যায়।শুক্রবার তার সেই আর্জি খারিজ করে জানাল দিল্লি হাইকোর্ট।
স্বাধীনতা সংগ্রামের সময় বন্দেমাতরম গান কীভাবে প্রভাব ফেলেছিল সেই উল্লেখ করেই মামলা করেন অশ্বিনী উপাধ্যায়। সেই সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যেভাবে সরকারি প্রোটোকল মানা হয়। একই ভাবে বন্দেমাতরম গাওয়ার সময়ও সরকারি প্রোটোকল মানার আর্জি জানিয়েছিলেন উপাধ্যায়। সেই মামলাতেই এবার বন্দেমাতরমকে জনগনমণের সমতুল্য মর্যাদা দেওয়ার আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
এর আগে ২০১৭ সালে পৃথক একটি জনস্বার্থ মামলায় বন্দেমাতরমকে বিশেষ সম্মান জানানো নিয়ে পিটিশন জমা পড়েছিল। সেবারও আর্জি খারিজ হয়েছিল।