BRAKING NEWS

দ্বাদশ ও মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী ৫৬৫৪ জন, পরীক্ষা হবে ১৮টি কেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী সোমবার অনুষ্ঠিত হবে৷ দ্বাদশ এবং মাধ্যমিকে পরীক্ষার্থীরা ওই পরীক্ষায় বসবেন৷ পর্ষদ সভাপতি ভবতোষ সাহা আজ জানিয়েছেন, এবছর পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি৷ এবছর উচ্চ মাধ্যমিকে ৪৭৩ জন এবং মাধ্যমিকে ৫১৮১ জন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী রয়েছেন৷ তাই প্রতি জেলায় এবছর ২/৩টা করে পরীক্ষাকেন্দ্র করা হয়েছে৷ তাঁর কথায়, এবছর ৮ জেলায় ১৮টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন৷ সেই লক্ষ্যে আজ পর্ষদের মিলনায়তনে ১৮টি বিদ্যালদের প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷


এদিন তিনি জানান, অন্যান্য বছর প্রতি জেলায় একটি করে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতেন৷ কিন্তু এবছর পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি৷ তিনি জানান, এবছর উচ্চ মাধ্যমিকে ৪৭৩ জন এবং মাধ্যমিকে ৫১৮১ জন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী রয়েছেন৷
তিনি বলেন, আগামী সোমবার দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে৷ নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন৷ তিনি বলেন, এবছর প্রতি জেলায় একাধিক পরীক্ষাকেন্দ্র খোলা হয়েছে৷ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাই পরীক্ষা পরিচালনা করবেন৷ তিনি জানান, আজ ওই বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের পরীক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে তাঁদের পরীক্ষা পরিচালনার যাবতীয় বিষয় বোঝানো হয়েছে৷ তিনি জানান, কয়েকটি বিদ্যালয়ে কখনই পর্ষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি৷


আজ পর্ষদ সভাপতি বলেন, এবছর মাধ্যমিকে অংক বিষয়ে সবচেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন৷ এ-বিষয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, মাধ্যমিকে ৩৫৫৮ জন, বিজ্ঞানে ৮০০, সোস্যাল স্টাডিজে ৬৩৬ জন পরীক্ষা দেবেন৷ এছাড়াও বাংলা ও ইংরেজীতে ৫০ জন, হিন্দিতে ১ জন, ককবরকে ৩ জন পরীক্ষা দেবেন৷ একইভাবে উচ্চ মাধ্যমিকে ইংরেজীতে ১১৮ জন, বাংলায় ৪৬ জন, রসায়নে ২ জন, ফিজিক্সে ৩৮ জন, অংকে ১৯ জন, ফিলিসোফিতে ৪৫ জন, ইকোনমিক্সে ৪৭ জন পরীক্ষা দেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *