পুর কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নাগরিককুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ সমস্যায় জর্জরিত আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের ৩৪ নম্বর বুথ এলাকার স্থানীয় জনগণ আজ কাউন্সিলারের কাছে ডেপুটেশন প্রদান করেছেন৷ তাঁদের অভিযোগ, অর্থ ও শ্রমিক অভাবের অজুহাতে এলাকাকে জঞ্জালে পরিপূর্ণ করে রেখেছেন বাম সমর্থিত কাউন্সিলার৷


৩৪ নম্বর বুথের বিজেপি সভাপতি উৎপল আচার্যি আজ এলাকাবাসীকে নিয়ে ডেপুটেশন দিতে এসে বলেন, দীর্ঘদিন ধরে নালা পরিষ্কার করা হচ্ছে না৷ রাস্তার দুই ধারে জঙ্গল হয়ে রয়েছে৷ তিনি বলেন, স্ট্রিট লাইটের জন্য আবেদন জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ ফলে, রাতে ওই রাস্তা দিয়ে যাতায়াতে ভীষণ অসুবিধা হচ্ছে৷


তিনি জানান, বাম সমর্থিত পুর কাউন্সিলার অপরূপা দেববর্মাকে সমস্যাগুলি সমাধানে বহুবার দাবি জানানো সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নিচ্ছেন না৷ উৎপল আচার্যি অভিযোগ করেন, প্রয়োজনীয় অর্থ ও শ্রমিকের অভাবের অজুহাতে তিনি সমস্যাগুলি সমাধান করছেন না৷ তিনি বলেন, পুর কাউন্সিলারের জনবিরোধী মানসিকতার কারণে ওই এলাকায় বাসিন্দারা স্বস্তিতে বাঁচতে পারছেন না৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ শুধু তা-ই নয়, রাস্তা অবরোধেও নামবেন এলাকাবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *